Site icon Trickbd.com

Lock করে ফেলুন আপনার কিবোর্ড ও মাউস

কেমন আছেন সবাই?

যখন কাজের অনেক চাপ থাকে বা কোন কাজ করতেছেন এমন সময় যদি কোন বাচ্চা এসে কম্পিউটার এ গেম খেলার জন্য বায়না করে তখন কেমন লাগে বলুন।কোন ভাবেই বোঝানো যায় না যে এখন ব্যস্ত।বা যেকোন কারনে আপনি চাচ্ছেন না যে আপনার কম্পিউটার ব্যবহার করতে।আর আপনিও মুখের উপর নাও করতে পারতেছেন না।ঠিক এ সময় কাজে লাগবে এমন একটি সফটওয়্যার হল যা দিয়ে আপনি সহজেই লক করে ফেলা যাবে আপনার কিবোর্ড ও মাউস।

ফলে মনে হবে আপনার কিবোর্ড ও মাউস সাময়িক ভাবে কাজ করা বন্ধ হইয়ে যাবে।
সফটওয়্যার টির ব্যবহার খুব সহজ।
শুধু ওপেন করে LOCK KEYBOARD & MOUSE বাটনে ক্লিক করে লেই হয়ে যাবে আপনার কিবোর্ড ও মাউস Lock.আপনি ইচ্ছা করলে যেকোন কারনেই Lock করে ফেলতে পারেন।

এমনকি বন্ধুদের ও বোকা বানাতে পারবেন।

সফটওয়্যার টি ডাউন লোড করতেএখানে ক্লিক করুন