আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

আশা করি সবাই সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। বরাবরের মত আজকেও আপনাদের জন্য একটি ট্রিক নিয়ে হাজির হলাম। আশা রাখছি আপনাদের ভাল লাগবে।

তবে আজকের ট্রিকটি হয়তো অনেক জানেন তাই বলছি এই ট্রিকটি শুধু মাত্র নতুনদের জন্য। যারা জানেন সবাইকে আমার পক্ষে থেকে অভিনন্দন। তো চলুন শুরু করা যাক।

সাধারণত Official Windows 10 ডাউনলোড করতে গেলে তাদের মূল ওয়েব সাইট হতে ISO File ডাউনলোড করতে দেয়না। আগে একটি টুল ডাউনলোড করতে হয় তারপর সেটাকে ইন্সটল করে তারপর ISO File ডাউনলোড করতে হয়, যা নতুনদের জন্য একটু কষ্ট দায়ক। তাই ছোট এই ট্রিকটি অনুস্বরণ করলে আপনাদের এই কষ্ট আর করতে হবে না।

Chrome Browser টি ওপেন করে সার্চ বক্সে Windows 10 লিখে সার্চ করুন এবং নিচে দেখানো লিংকে ক্লিক করুন।

পেইজটি ওপেন হওয়ার পর ব্রাউজারে থ্রি ডট আইকনে ক্লিক করেন, More Tools থেকে Developer tools এ ক্লিক করুন। কির্বোড সর্টকাট [ctrl+Shift+i] প্রেস করলেও ওপেন হবে।

এখন নিচে ১ নং ওপশনে ক্লিক করুন, বামে ২ নং একটি ওপশন ওপেন হবে। সেখান হতে Dimension: Nest Hub Max সিলেক্ট করে কির্বোড থেকে F5 প্রেস করুন।

F5 প্রেস করার পর দেখবেন নিচে দেখানো স্ক্রিনশটের মত দেখাবে, তারপর আপনার কাংখিত Windows 10 টি সিলেক্ট করে Confirm করুন।

এই ধাপে Language সিলেক্ট করে Confirm করুন।

এখানে কত বিট উইন্ডোজ ব্যবহার করবেন সেটাতে ক্লিক করুন। তাহলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। নিচের দিকে খেয়াল করলে দেখবেন ডাউলোড করার জন্য নির্দিষ্ট একটি সময় আপনাকে দেওয়া হবে অর্থ্যাৎ ২৪ ঘন্টার মধ্যেই ডাউনলোড করতে হবে।  উক্ত সময়ের মধ্যে ডাউনলোডটি করতে না পারলে পূনরায় আবার প্রথম থেকে শুরু করতে হবে।

আজকের মত এখানেই কথা হবে নতুন কোন পোষ্টে। আপনাদের জন্য পোষ্ট গুলো অনেক কষ্ট করে লিখি তাই লাইক দিতে ভুলবেন।

 

Join Our Telegram for Any Questions

6 thoughts on "ডাউনলোড করুন Official Windows 10 [Simple Trick]"

  1. khanreturns Contributor says:
    সুন্দর পোস্ট।
    1. trickbdforme Author Post Creator says:
      ধ্যনবাদ
  2. Blãçk Spídér Contributor says:
    এত কষ্ট করার দরকার কি? শুধু নিচের লিংক শেয়ার দিলেই পারতেন 🙂

    WIndows 10 Download Link: https://www.microsoft.com/en-us/software-download/windows10iso

    1. Blãçk Spídér Contributor says:
      লিংকে গিয়ে Nest Hub Max সিলেক্ট করে আবার নিচের লিংকে ঢুকলেই চলে আসে 🙂
  3. Foysal Sojib Contributor says:
    Iso file ta kibhabe pendrive e bootable korbo seta bole den ,ba post koren,onek upokar hoi

Leave a Reply