Site icon Trickbd.com

জেনে নিন উইন্ডোজের প্রয়োজনীয় কিছু শর্টকাট

Unnamed


এখনকার বেশিরভাগ
কম্পিউটারই উইন্ডোজ
অপারেটিং সিস্টেম চালিত।
মাইক্রোসফটের এই অপারেটিং
সিস্টেমের মধ্যেই রয়েছে বেশ
কিছু প্রয়োজনীয় শর্টকাট।
উইজারদের সুবিধার জন্য
উইন্ডোজের তেমনই এক ডজন
প্রয়োজনীয় শর্টকাট জেনে নিন।
Ctrl + W: অ্যাক্টিভ উইন্ডোর
অ্যাক্টিভ ট্যাব বন্ধ করতে।
Ctrl + D: ব্রাউজারের অ্যাক্টিভ
উইন্ডো বুকমার্ক করতে।
Alt + D: সরাসরি অ্যাড্রেস বারে
যাওয়ার জন্য।

Ctrl + Tab: একটি নির্দিষ্ট
উইন্ডোর বিভিন্ন খোলা ট্যাবের
মধ্য়ে সুইচ করতে।
Alt + Tab: বিভিন্ন উইন্ডোগুলির
মধ্যে সুইচ করতে।
Windows + D: সব অ্যাক্টিভ
অ্যাপ্লিকেশন মিনিমাইজ করে
ডেস্কটপ দেখাতে।
Windows + L: ডেস্কটপ লক করতে।
Alt + F: এক বারে ফাইল মেনুর
অ্যাকসেস পেতে।
Alt + F4: অ্যাক্টিভ উইন্ডো বন্ধ
করতে।
Left Alt + Left Shft + Num Lock:
কিবোর্ডের সাহায্যে মাউস
কন্ট্রোল করতে।
Alt + F: এক বারে ফাইল মেনুর
অ্যাকসেস পেতে।
Windows + L: ডেস্কটপ লক করতে।
Windows + D: সব অ্যাক্টিভ
অ্যাপ্লিকেশন মিনিমাইজ করে
ডেস্কটপ দেখাতে।
F2: কোনও ফাইল রিনেম করতে।
Ctrl + Shft + N: এক বারে নতুন
ফোল্ডার খুলতে।
Alt + Tab: বিভিন্ন উইন্ডোগুলির
মধ্যে সুইচ করতে। দয়া করে পোস্ট টি কেউ কপি করবেন না

♦♦♦♦Visit My Site .. ♦♦♦