আসসালামু আলাইকুম
ﺑِﺴْﻢِﺍﻟﻠَّﻪِﺍﻟﺮَّﺣْﻤَﻦِﺍﻟﺮَّﺣِﻴﻢ
শুভেচ্ছাঃ-
আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের দয়া ও আপনাদের ভালোবাসাই আমিও
ভালো আছি। তো এখন যে পোষ্ট করছি তা হলো এক সাথে সব ফাইলের নাম ও এক্সটেনশন পরিবর্তন করুন লিনাক্স ও উইন্ডোস এ। আমি আছি মোঃ বাধন। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
ও হ্যাঁ চলছে রোজার মাস। সকল মুসলিম ভাই ও বোনেরা আপনারা সকলেই রোজা রাখবেন
আর বেশি বেশি ইবাদত করবেন। আমার জন্য দোয়া করবেন।
১. সব ফটোগুলো সিলেক্ট করুন।
২. সিলেক্ট করা যেকোনো একটি ফটোর উপরে মাউজের রাইট বাটন ক্লিক করুন।
৩. rename অথবা F2 কিবোর্ড এ ক্লিক করুন। আমি rename করলাম।
৪. বক্সটি ফাঁকা করুন।
৫. Add এ ক্লিক করুন।
৬. আপনি যেমনটি চান তার উপর ক্লিক করুন।
৭. এমন দেখাবে।
৮. নাম পরিবর্তনের আগে এমন এমন ছিল।
৯. নাম পরিবর্তনের পরে এমন এমন হল।
১০. rename এ ক্লিক করুন।
১১. দেখুন নাম পরিবর্তন হয়ে গেছে। এবার এক্সটেনশন এর নাম পরিবর্তন করতে হবে।
১২. আবার সব ফটোগুলো সিলেক্ট করুন।
১৩. find and replac text এ ক্লিক করুন।
১৪. আপনি যেই এক্সটেনশন পরিবর্তন করতে চান সেটি লিখুন। যেমন jpeg দিলাম।
১৫. আপনি পরিবর্তন করে যেটি দিতে চান সেটি লেখুন। যেমন jpg দিলাম। যত গুলো jpeg লেখা আছে সব পরিবর্তন হয়ে jpg হয়ে যাবে।
১৬. rename এ ক্লিক করুন।
১৮. কাজ শেষ।
আউটপুট দেখা যাচ্ছে। কাজ শেষ হয়ে গেছে।
চলুন শুরু করিঃ-
প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করেন।
Bulk Rename Utility:-
Image অনুযায়ী কাজ করুন→↓←
১. 1st এ সব ফটোগুলো সিলেক্ট করুন।
2nd এ মাউসের left বাটন চেপে ধরে রাখুন।
3rd এ মাউস ধরে টেনে নিয়ে সফটওয়্যারের বক্সে দিয়ে দিন।
২. সব ফটোগুলো সিলেক্ট করুন।
৩. আপনার ফটোর নামের যতগুলি বর্ণ আছে তার সংখ্যা এখানে দিয়ে দিন।
৪. এখানে prefix করে দেন।
৫. এখানে আপনি যে এক্সটেনশন দিতে চান তার নাম দিন।
৬. পরিবর্তন হয়ে গেছে।
৭. rename এ ক্লিক করুন।
৮. ok তে ক্লিক করুন।
৯. ok তে ক্লিক করুন।
১০. কাজ শেষ।
আউটপুট দেখা যাচ্ছে। কাজ শেষ হয়ে গেছে।
আজ এপর্যন্ত। কোনো সমস্যা হলে comment করে জানাবেন। Like দিতে ভুলবেন না। যদি
কোনো ভুল হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন। নিজে ভালো থাকুন আর Trickbd এর সাথেই
থাকুন। অবশ্যই নামায পরতে ভুলবেন না।
প্রয়োজনে যোগাযোগ করতে পারেনঃ-
নাম: | MD Badhon |
---|---|
ফেসবুক: | Click Here |
ওয়েব সাইট: | Click Here |
…ধন্যবাদ…