সালামু লাকু
ﺑِﺴْﻢِﺍﻟﻠَّﻪِﺍﻟﺮَّﺣْﻤَﻦِﺍﻟﺮَّﺣِﻴﻢ

শুভেচ্ছাঃ-
আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের দয়া ও আপনাদের ভালোবাসাই আমিও ভালো আছি। তো এখন যে পোষ্ট করছি তা হলো যে কোনো ফাইল কে iso ফাইলে কনভার্ট করেন। আমি আছি মোঃ বাধন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমার জন্য দোয়া করবেন।

বিষয়ঃ যে কোনো ফাইল কে iso ফাইলে কনভার্ট করেন

চলুন শুরু করিঃ-
প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করেন →↓←


Image অনুযায়ী কাজ করুন→↓←

১. iso সফটওয়্যারটি ওপেন করুন।
২. create image file from files/ folders এ ক্লিক করুন।


৩. source search Icon এ ক্লিক করুন।
৪. iso ফাইল বানানোর জন্য লোকেশন এ যান। যেমন আমি রেখেছি memory (f:) ড্রাইভে।

৫. যে ফোল্ডারটি iso ফাইল বানাতে চান ঐ ফোল্ডারে ক্লিক করুন। অথবা যে ফাইল বানাতে চান সেই ফাইল এ ক্লিক করুন। আমি ফোল্ডার নিয়েছি।
৬. select folder এ ক্লিক করুন।
৭. আমি যে ফোল্ডারটি নিয়েছে তার লোকেশন দেখাচ্ছে।


৮. destination search Icon এ ক্লিক করুন।
৯. iso ফাইল টি বানানোর পর যে লোকেশন এ রাখতে চান ঐ ফোল্ডারে ক্লিক করেন। যেমন আমি রেখেছি desktop এ।
১০. save এ ক্লিক করুন।
১১. আমি যে ফোল্ডারটি নিয়েছে তার লোকেশন দেখাচ্ছে।
১২. এখানে ক্লিক করুন।


১৩. yes এ ক্লিক করুন।


১৪. yes এ ক্লিক করুন।


১৫. ok তে ক্লিক করুন।


১৬. ok তে ক্লিক করুন।


১৭. iso ফাইলটি তৈরি হয়ে গেছে।


১৮. iso ফাইলটি ওপেন করে দেখুন, এখানে আমি কি কি file নিয়েছি। দেখুন আমি ফোল্ডার সহ নিয়েছি ফোল্ডার ছাড়াও নিয়েছি অর্থাৎ এখানে আপনি যে কোন ফাইল ব্যবহার করতে পারবেন।

আজ এপর্যন্ত। কোনো সমস্যা হলে comment করে জানাবেন। Like দিতে ভুলবেন না। যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন। নিজে ভালো থাকুন আর Trickbd এর সাথেই থাকুন।

অবশ্যই নামায পরতে ভুলবেন না।

প্রয়োজনে যোগাযোগ করতে পারেনঃ-

নাম: MD
Badhon
ফেসবুক: Click Here
ওয়েব সাইট: Click Here

ন্যবা

4 thoughts on "যে কোনো ফাইল কে iso ফাইলে কনভার্ট করেন"

  1. Adhew Contributor says:
    ভাই, এই iso file দিয়ে কি কাজ হবে? এর সুবিধা টা কি? এটা করলে এর উপকার কি?
    1. MD Badhon Author Post Creator says:
      জ্বি কাজ করবে। ZIP বা RAR ফাইল এর নাম শুনেছেন। এগুলোতে অনেক গুলো ফাইল এবং ফোল্ডার একত্র করে একটি ফাইল করা হয়, এবং প্রয়োজনে আবার সেগুলোকে ব্যাবহার করা হয়। ISO ফাইলেও একই কাজ করা হয়। এখানেও অনেক গুলো ফাইল এবং ফোল্ডার একত্র করে একটি ফাইল করা হয়। কিন্তু এটি সাধারনত একটি Disk এর Image তৈরিতে ব্যাবহার করা হয়। মানে, Disk এর একটা প্রতিচ্ছবি তৈরি করে আপনার পিসির হার্ডডিস্কে রাখার জন্য এবং প্রয়োজনে তা আবার ফাকা একটা ডিস্কে Burn করে একি রকম ডিস্ক তৈরি করতে ব্যাবহার করা হয়।
  2. dipbindosarkar Contributor says:
    ai iso ki bootable pendrive niye run korano jabe?? jekono iso ke bootable a run koranor kono way ache? BTW Thank you
    1. MD Badhon Author Post Creator says:
      এই বিষয়ে আমার আসলে জানা নাই। আপনি ট্রাই করে দেখতে পারেন। আর google youtube থেকে দেখতে পারেন। আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য।

Leave a Reply