আসসালামু আলাইকুম গাইজ।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি পোস্ট নিয়ে আসলাম। কিভাবে আপনারা ৭ দিনের জন্য ফ্রি RDP  নিতে পারেন। মূলত এখানে আমরা ৭ দিনের জন্য ট্রায়ল নিব। বেশি কথা না বলে শুরু করা যাক।আমি বিস্তারিত ভাবে বুঝানোর চেষ্টা করব।

RDP নেওয়ার জন্য প্রথমে আপনাকে একটি সাইটে একাউন্ট খুলতে হবে। সাইট লিংক : https://noez.de/
লিংকে ঢুকে নিচের স্ক্রীনশটে রমত এন্টারফেস পাবেন।তারপর register account এ ক্লিক করবেন।

তারপর আপনার জিমেইল দিবেন আর আপনার পছন্দমত পাসওয়ার্ড দিবেন।তারপর নিচের সব গুলাতে ঠিক চিহ্ন দিয়ে creat account এ ক্লিক করবেন। তারপর ৭ দিন ফ্রি ট্রায়াল নেওয়ার জন্য মার্ক করে দেখানো জায়গায় ক্লিক করবেন। তারপর আপনারা ২ টি প্যাকেজ দেখতে পারবেন।আর RDP তে কি কি থাকবে তার বিস্তারিত দেখতে পারবেন। আপনারা চাইলে HDD অথবা SSD সিলেক্ট করেও নিতে পারেন। HDD নিলে স্পেস একটু বেশি থাকবে আর কি। তারপর আপনারা operating system windows সিলেক্ট করে add to cart এ ক্লিক করে নিবেন। আমি ডিফল্ট os সিলেক্ট রেখেই add to cart করছিলাম না বুঝেই। তারপর মার্ক করা ৩টি অপশন সিলেক্ট করে checkout এ ক্লিক করে নিবেন। তারপর proceed এ ক্লিক করে দিবেন অথবা আপনার জিমেইলে একটি ভেরিফাই লিংক যাবে,সেখান থেকে ভেরিফাই করে নিবেন। তারপর মার্ক করে দেখানো জায়গায় ক্লিক করে দিবেন।তারপর complete order এ ক্লিক করবেন।  তারপর আপনি আপনার জিমেইল দিয়ে আপনার ডুয়েল কারেন্সি কার্ডের ডিটেইলস দিয়ে দিবেন।আমি এখানে আমার redot pay একাউন্টের ডিটেইলস দিয়েছি।তারপর আপনার একটি নাম্বার দিয়ে pay তে ক্লিক করে দিবেন। আর হ্যা আপনার কার্ডে অবশ্যই 1.13 usd থাকতে হবে, যা আপনার একাউন্ট থেকে কেটে নিবে। চিন্তা করবেন না আপনার RDP একটিভ হওয়ার পর আপনার ডলার রিফান্ড পেয়ে যাবেন। সেটার proof আমি সবার শেষে দিয়ে দিব। পে করার পর servis এ ক্লিক করে দেখে নিতে পারেন আপনার RDP কতক্ষন পরে একটিভ হবে।এখানে ১ ঘন্টার সময় চাইবে, কিন্তু ১ ঘন্টার আগেই আপনার RDP একটিভ হয়ে যাবে। আপনার জিমেইলে আপনার order এর ডিটেইলস পাবেন। আপনার RDP একটিভ হলে আপনার জিমেইলে আপনার RDP এর ডিটেইলস পেয়ে যাবেন, আর পাসওয়ার্ড দেখার জন্য লিংকে ক্লিক করে নিবেন। লিংকে প্রবেশ করার পর প্রসেসিং এ কয়েক সেকেন্ড সময় নিবে,একটু অপেক্ষা করবেন।তারপর start এ ক্লিক করে আপনার RDP টি একটিভ করবেন,তারপর login details এ আপনি windows/linux দেখতে পারবেন, যদি আপনি প্রথমে rdp নেওয়ার সময় উন্ডোজ সিলেক্ট করে থাকেন।আমি ডিফল্ট ভাবে সব কিছু করছি দেখে আমার এখানে linux শো করতেছে। তারপর সেখানে ক্লিক করে আপনার RDP এর ডিটেইলস দেখতে পারবেন।আর এই যে দেখুন আমার prrof এর ডিটেইলস।

12 thoughts on "নিয়ে নিন ৭ দিনের জন্য ফ্রি RDP"

  1. Anik rishi Contributor says:
    Redotpay pay nai😒…?
    1. Avatar photo উচ্ছ্বাস Author Post Creator says:
      একটা redotpay একাউন্ট করে নিন।

      নাহলে, আপনার যদি অন্য ভার্চুয়াল কার্ড থাকে, সেটা দিয়ে ট্রাই করতে পারেন

  2. Avatar photo LIKHON Contributor says:
    4 Core
    8GB Ram

    এমন ফ্রি RDP আছে কি???

    1. Avatar photo উচ্ছ্বাস Author Post Creator says:
      থাকলে জানাব ভাই
  3. Avatar photo Nazmul Islam Author says:
    এতো নাম্বার কই পাবো পাবলিক
  4. reaz101 Contributor says:
    একটা কার্ড দিয়ে কি একবারই নেওয়া যাবে ব্র??
    1. Avatar photo উচ্ছ্বাস Author Post Creator says:
      আমি আর পরে ট্রাই করে দেখি নাই।
      একাউন্টে ডলার নাই যে
  5. Avatar photo Md Sihab Ali Contributor says:
    rdp er kaj ki?
    1. Avatar photo উচ্ছ্বাস Author Post Creator says:
      virtual computer
  6. Avatar photo Ajker Tech Contributor says:
    বললেন ফ্রিতে নিয়ে নিন,! আবার দেখি পেমেন্ট করতেন বলছেন😡
    1. Avatar photo উচ্ছ্বাস Author Post Creator says:
      ভাই হয় ত বুঝেন নাই।

      আপনি যেই ডলার দিয়ে পেমেন্ট করবেন, সেটা আবার রিফান্ড পাবেন।

      তো এটা ত ফ্রিতেই হল নাকি??

  7. Avatar photo Ajker Tech Contributor says:
    ট্রিকবিডির টেলিগ্রামে কমেন্ট করতে পারছিনা! কেউ কি হেল্প করবেন??

Leave a Reply