Site icon Trickbd.com

ডাউনলোড করে নিন IDM 6.25 build 16 এর লেটেস্ট ফুল ভার্সন ফ্রিতে, যা ১০০% কাজ করবে গ্যারান্টি সহ।

প্রথমেই আমার সালাম নিবেন। আসা করি সবাই ভাল ও সুস্ত আছেন। আমারা যারা ইন্টারনেট ও কম্পিউটার ব্যবহার করি তারা মোটামুটি ভাবে IDM শব্দ টির সঙ্গে ভাল ভাবেই পরিচিত। আর যারা আমারা জানি না তাদের জন্যই বলছিঃ

IDM যার ফুল নাম Internet Download Manager এটি একটি ডাউনলোডার সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার প্রয়োজনীয় সকল কিছু হাই স্পিড এ ডাউনলোড করতে পারবেন, এই ছোট সফটওয়্যার টি আপনার ডাউনলোড ম্যানেজার হিসেবে কাজ করবে। IDM নিউ ভার্সন দিয়ে আপনি সহজেই মুভি, সফটওয়্যার, নাটক, গান, PDF ফাইল সহ অনেক কিছু, সেই সঙ্গে ডাউনলোড করতে পারবেন আপনার পছন্দের Youtube ভিডিও, ফেছবুক ভিডিও সহ অনেক কিছু। তো আশা করি IDM সফটওয়্যার টি আপনাদের অবশ্যই কাজে লাগবে। তো আসুন জেনে নেই আজকের  IDM এর টিউন সম্পর্কে।

IDM 6.২৫ Build 16 হোল একদম লেটেস্ট ভার্সন যা আজকেই রিলিস ও সঙ্গে দেবে আপনাকে নিউ কিছু ফিচার আর নুতুন নুতুন সুবিধা সঙ্গে হাই স্পীড ডাউনলোড ক্ষমতা।

আসুন দেখে নেই কি আছে এই নুতুন ভার্সন এঃ

কেন ব্যবহার করবেন এই IDM আসুন দেখে নেইঃ

এ ছাড়াও আর অনেক সুবিধা পাবেন এই IDM এর ভার্সন এ কোন প্রকার সমস্যা ছাড়াই। তো দেরি না করে ডাউনলোড করে ফেলুন। ৭ এমবি এর এই সফটওয়্যার টি ডাউনলোড করে ফেলুন আর মজা নিন।

ডাউনলোড করে ফেলুন এখানে

হাতে সময় পেলে বা মন চাইলে আমার শুধু মাত্র IDM নিয়ে করা ওয়েব সাইট টি থেকে ঘুরে আসতে পারেন যেখানে পাবেন IDM এর সকল ভার্সন এর ডাউনলোড লিঙ্ক, ডাউনলোড টিউটোরিয়াল, কি ভাবে ব্যবহার করবেন এর সকল কিছু নিয়ে। তো আসুন ও আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো।

ভিসিট করুন IDM crack ব্লগ

আশা করি আগামি পর্বে নিউ ভার্সন নিয়ে হাজির হবো। ভাল থাকবেন সকলে।

plsss visit my site >> PostMaza.com<<

Exit mobile version