আসসালামুয়ালাইকুম
আজকে দেখাবো হার্ড ডিস্ক ফাস্ট করার একটা গুরুত্বপুর্ন উপায়। কম্পিউটারের হার্ডডিস্ক যত ফাস্ট হবে আমাদের কম্পিউটার-ও তত ফাস্ট হবে। আর এই প্রসেস-টির নাম হলো Hard Disk Defragmentation। কম্পিউটারের পারফর্মেন্স দিন দিন কমে যাওয়ার এটাও একটা কারন।
Defragmentation কি?
আমরা যখন কম্পিউটারে নানান ধরনের কাজ করি তখন উইন্ডোজের বিভিন্ন ফাইল আমাদের হার্ড ডিস্কে ছড়িয়ে ছিটিয়ে থাকে। নরমালি চিন্তা করুন একটা লাইব্রেরি-তে যদি বই-সব ছড়িয়ে থাকে তাহলে আপনার বই খুজতে সুবিধা হবে নাকি যদি গুছানো থাকে তবেই সুবিধা হবে? তেমনি হার্ড-ডিস্কে যদি সব ফাইল গুছানো থাকে তাহলে উইন্ডোজের সব ফাইল খুজে পেতে অনেক সবিধা হয়। ফলাফল কম্পিউটারের প্রায় নতুনের মত গতি। চেষ্টা করবেন ডিফ্রেগমেন্ট এর সময় যাতে কোনো সফটওয়ার ওপেন না থাকে।
কতবার করবেন?
১/ আপনি যদি সারাক্ষন কম্পিউটার ইউস করেন, তাহলে প্রতি সপ্তাহে একবার করলে ভালো হবে।
২/ আর যদি আপনি মোটামোটি কম্পিউটার ইউস করেন, তাহলে মাসে ২-১ বার করলেই ভালো হবে।
৩/ আর যদি এসএসডি থাকে তাহলে তাহলে মাসে একবার করলেই হবে, আর করতেও মাত্র কয়েক মিনিট লাগে।
যাই হোক এবার আসল কাজে যাওয়া যাকঃ
১। ‘O&O Defrag‘ সফটওয়ার-টি Extract করে ওপেন করে নিন (portable সফটওয়ায়র; মানে Install করা লাগবেনা)
২। তারপর, উপরে বাম কোনায় ‘optimize All’-এ ক্লিক করুন
৩। প্রথমবার করতে ঘন্টাখানেকও লাগতে পারে। এর পরে আর তেমন টাইম লাগবে না
৪। ডিফ্রেগ হয়ে গেলে একবার রির্সাট করে নিন। (অনেক সময় রেজাল্ট শো করতে নাও পারে)
আমার টেলিগ্রাম চ্যানেলঃ
t.me/raiyanmodspc
আজকের মতো এই পর্যন্তই
গাযওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন, ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন, বয়কট অব্যাহত রাখুন,
বাংলাদেশ চিরজীবি হোক
আল্লাহ হাফেয।