আসসালামুয়ালাইকুম

বর্তমান সময়ে পিসি ব্যবহারকারীর মধ্যে বেড়েই চলছে পিসি সংক্রান্ত বিভিন্ন সমস্যা। তার মধ্যে একটি অন্যতম বড় সমস্যা হচ্ছে Windows Activation করতে না পারা।

তাই আজকে দেখাবো কিভাবে ‘Windows’ এবং মাইক্রোসফট অফিস একটিভ করবেন? (অবশ্যই ফ্রি-তে) মাত্র কয়েক মিনিটে।

আর হ্যা একটিভ করতে অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে।

তো শুরু করা যাকঃ

১। কীবোর্ড থেকে Windows Key একবার চাপুন 🪟। তারপর লিখুন  Powershell  । (সার্চ করার জায়গা খুঁজে না পেলে।, সরাসরি লিখুন) তারপর Powershell চালু করুন।

 

 

২। নিচের কমান্ড লাইনটা কপি করুন। (কপি করার জন্য পুরো লাইন সিলেক্ট করবেন। সিলেক্ট করে Keyboard এর Control ধরে C তে চাপ দিন।)

COMMAND LINE(এটা কপি করবেন⬇️):

irm https://get.activated.win | iex

 

 

৩। Powershell এ যান। যেখানে কোড লেখার জায়গা আছে সেখানে আগে একটা ক্লিক করুন। তারপর Keyboard এর Ctrl চেপে ধরে V বাটন চেপে কোড টা পেষ্ট করুন।

৪। তারপর ‘Enter’-এ ক্লিক করে দিন। একটু প্রসেস হয়ে নতুন একটা উইন্ডো ওপেন হবে।

 

৫। এবার দেখুন ১ নাম্বারে আছে উইন্ডোজ, ২ নাম্বারে আছে অফিস; যেটা একটিভ করবেন সেটা সিলেক্ট করে দিন, আমি উইন্ডোজ করে দেখাচ্ছি।

৬। তারপর উইন্ডোজ একটিভ এর জন্য ১ সিলেক্ট করে দেয়ার পর অনেকটা এমন ইন্টারফেস আসবে। (কিছুটা ব্যতিক্রম ইন্টারফেস আসতেও পারে, যেমন লাল-গুলা নাও আসতে পারে)

৭। ব্যস, সবুজ মার্ক করা লেখা আসলেই একটিভ হয়ে যাবে, তারপর এই উইন্ডো/ইন্টাফেস টা ওপরে ক্রসে ক্লিক করে কেটে দিন।

 

 

আমার টেলিগ্রাম চ্যানেলঃ

t.me/raiyanmodspc

আজকের মতো এই পর্যন্তই

গাযওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন, ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন, বয়কট অব্যাহত রাখুন,

বাংলাদেশ চিরজীবি হোক

আল্লাহ হাফেয।

9 thoughts on "সবচেয়ে সহজ উপায়ে WINDOWS অথবা OFFICE একটিভ করুন মাত্র কয়েক মিনিটে। How to Activate MS Office or Windows using Powershell?"

  1. Abdur Rahman Contributor says:
    সুন্দর পোস্ট! তবে আমার মনে হয় যেকোনো ভাবে এইগুলো ভাইরাস ঢুকাই দেই। তাই, একজন কম্পিউটার ইউজার হিসেবে এতটুকু করা উচিৎ যে, একটা key কিনে নেওয়া। লোকাল বাজারে ১০০-১৫০ টাকার মধ্যেই কিনতে পাওয়া যায়। আবার অনেক সময় বিভিন্ন ফোরামে ফ্রী তে দেওয়া হয়।
    1. panoj85940 Subscriber says:
      Good one
    2. Mohtasin_Nur_Raiyan Author Post Creator says:
      এইটায় ভাইরাস ডুকার চান্স তেমন নাই
    3. Mohtasin_Nur_Raiyan Author Post Creator says:
      এইটায় ভাইরাস ডুকার চান্স তেমন নাই, অরিজিনাল প্রাইস 100 USD (আমার জানামতে)
  2. Shamim Ahosan Contributor says:
    Ai gola keo use koiren na virus dokbena kinto apnar email pass sob kico leake hoye jabe black market a 🐸
    1. Mohtasin_Nur_Raiyan Author Post Creator says:
      নেন,
      মনে চাইলে এইটার স্ক্রিপ্ট চেক করেনঃ https://github.com/massgravel/Microsoft-Activation-Scripts
  3. Masud Contributor says:
    এইভাবে পাইরেসি করে চালিয়েছি বিগত ৭ বছর, প্রথম প্রথম সমস্যা না হলেও পরবর্তীতে বিভিন্ন ড্রাইভার, টুলস, গায়েব হওয়া, সিস্টেম ফাইল করাপ্ট হওয়া এবং শেষমেষ পুনরায় উইন্ডোজ দেওয়া লাগতো। একবছর হলো অরিজিনাল কি কিনে এক্টিভ করে নিয়েছি, বিন্দু মাত্র সমস্যা নাই।
    1. Mohtasin_Nur_Raiyan Author Post Creator says:
      দক্ষিন এশিয়ায় প্রায় সবাই এভাবে চালায়। অবশ্যই কিনে ইউস করা সেফ বাত আমি যেটা দিসি সেটার স্ক্রিপ্ট খুব সম্ভবত গিটহাব এ আছে তাই তেমন রিস্ক নাই বললেই চলে

Leave a Reply