আসসালামুয়ালাইকুম
আজকে দেখাবো WiNDOWS ১১ এর একটা লাইট ভার্সন । এই আর্টিকেল-টি লেখার মূল উদ্দেশ্য যাদের কম্পিউটারের পার্ফরমেন্স অনেক খারাপ; কোনো কাজ করতে গেলেই ল্যাগ দেয়-হ্যাং করে তাদের জন্য, এই Windows 11 এর লাইট ভার্সন টা। আর এটা আন-অফিশিয়াল হলেও শতভাগ নিরাপদ। আর এই বিল্ডে টিপিএম ৪ জিবি র্যাম আর SECURE Boot বাদ দেয়া হয়েছ্ব, মানে OLD কম্পিউটারেও চলবে।
সেট-আপঃ নরমালি অন্যান্য উইন্ডোজের মতই সেটাপ দেয়া যায়। আর এখানে সেটাপ প্রসেস অনেক ছোটো করা হয়েছে। মাত্র কয়েক ক্লিকেই সেটাপ ডান।
যা বাদ দেয়া হইছেঃ
Windows Defender, Error Reporting, Ads, Telemetry, Diagonistics, Error Reporting, BitLocker, UAC, Ads, Hibernation, Widgets, Game mode, Xbox, Hyper-v (partially), Microsft Store, Microsoft Edge, Smart Screen, One Drive, Smart Card, Windows Mail, Backup and Restore, Telemetry, Diagnostics, Troubleshooting, Maps, , Speech, Voice Activation, Webview & Widgets, Activity History, people almost all bloatwares are removed except necessary ones and much more….
যা কাজ করছেনাঃ
Dot Net 3.5
যেসব ফিচার ডিসেবল করা হইছেঃ
Windows Update (No more will WORK, maybe), Microsoft Account
ডেস্কটপ স্ক্রিনেই ‘SparkBox’ নামে একটা ফোল্ডার দেয়া আছে, যেখানে Chrome Installation file, Firefox Installation file, Driver Updater, ইত্যাদি দেয়া আছে। সাথে ডিফল্টভাবে ‘ডার্ক মোড’ এনাবল করা আছে।
Overview
Only clean installation with this build
Power Plan set to High Performance
Windows is Activated by default;
TPM & 4GB RAM BYPASSED;
টিপিএম আর ৪ জিবি র্যাম এর প্রয়োজন নেই
কিছু কথা
আমার এই বিল্ড টা করতে প্রায় টানা ৪ দিন লাগছে। আর এইটা আমার ফার্স্ট বিল্ড, আর আরেকটা করছিলাম বাট ছোট একটা ভুলের জন্য পুরা সারাদিনের কাজ নষ্ট হইছে, তাই এখন আর বিল্ড বানাচ্ছিনা, কিন্তু আবার যেদিন বানাবো সেদিন আরো ভালো হবে ইনশাল্লাহ।
সত্যি বলতে এই বিল্ড নিয়ে আমিও নিজেও সেটিস্ফাইড না। যেহেতু প্রথম-বার তাই অনেক ভুল ছিলো। তারপরও পোষ্ট করার কারন, অনেকেই লাইট বিল্ড চায় আমার কাছে, কিন্তু আমি শতভাগ নিশ্চয়তা দিতে পারিনা সেফটির জন্য। বাট এইটা আমার নিজের করা তাই যাদের খুব দরকার তাদের অনেক কাজে আসবে। আর বাংলাদেশে আর কেও এইসব করে কিনা আমার জানা নেই, কেউ জানালে ভালো হতো।
পার্থক্যঃ
ভিডিওতে পারফর্মেন্স পার্থক্য দেয়া হলো
আমার টেলিগ্রাম চ্যানেলঃ
t.me/raiyanmodspc
আজকের মতো এই পর্যন্তই
গাযওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন, ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন, বয়কট অব্যাহত রাখুন,
বাংলাদেশ চিরজীবি হোক
আল্লাহ হাফেয।