Site icon Trickbd.com

WiNDOWS 10 এর লাইট/ক্লিন ভার্সন; Clean10। Debloated Version of WiNDOWS 10 22H2; Clean10

আসসালামুয়ালাইকুম

আজকে WiNDOWS 10 এর একটা লাইট ভার্সন Introduce করবো; CleanOS 10। এই লাইট ভার্সনটি মূলত তাদের জন্য যাদের কম্পিউটারে 2 জিবি র‍্যাম (অথবা ৪ জিবি), পার্ফরমেন্স অনেক খারাপ; কোনো কাজ করতে গেলেই ল্যাগ দেয়হ্যাং করে তাদের জন্য।

আর এটা আনঅফিশিয়াল হলেও শতভাগ নিরাপদ।

 

আর হ্যা এটা হলো যাস্ট ক্লিন বিল্ডে মানে প্রায় সব ধরনের সফটওয়ার রিমুব করা হয়েছে, খুব প্রয়োজনীয় গুলো বাদে।

Overview (বিল্ডের তথ্য):

💥ব্লটওয়ার রিমুভ করা হয়েছে মানে প্রায় সব ধরনের সফটওয়ার রিমুব করা হয়েছে, খুব প্রয়োজনীয় গুলো বাদে যেমন নোটপ্যাড, ক্যামেরা, ভয়েস রেকর্ডার, ইত্যাদি

💥 ল্যাপটপ-ডেস্কটপ, নতুন-পুরাতন যেকোনো কম্পিউটা্রেই চলবে

💥 আপডেট ডিসেবল করা আছে

💥মাইক্রোসফট একাউন্ট-ও ডিসেবল করা আছে

💥Microsoft Store ও রিমুভ করা আছে

💥Dot Net 3.5 নাই

💥বিভিন্ন টেলিমেট্রি বা নজরধারী রিমুভ করা হয়েছে

💥 ভার্চুয়াল র‍্যাম এনাবল আছে, যাতে লো-এন্ড কম্পিউটারে বড় সফটওয়ার ক্র্যাশ না করে

 

সমস্যাঃ

প্রিন্টিংয়ে সমস্যা থাকতে পারে (as reported by a user)

 

 

Installation (& Recommendation)

কিছু কথাঃ

যারা উইন্ডোজ লাইট মোটামোটি চিনেন তাদের অনেকেই বলবেন এর স্টোরেজ সাইজ অনেক বেশি। আমারটার সাইজ বেশি কারন,

১/  আমি COMPACT OS ফিচার-টা এনাবল করি নাই, করলে সাইজ কমে বাট প্রসেসর ইউস অনেক বাড়ে

২/ আমি ভার্চুয়াল র‍্যাম এনাবল রাখছি, যাতে যাদের র‍্যাম কম তাদের যাতে সফটওয়ার ক্র্যাশ না করে; এটা কয়েক জিবি নিয়ে রাখে নেয়

আর এইটা দুনিয়ার শ্রেষ্ট লাইট বিল্ড না তাই আরো হয়তো ইম্প্রোভমেন্টের সুযোগ থাকলেও থাকতে পারে, বাট এটা যেহেতু যাস্ট ক্লিন বিল্ড তাই আমার কাছে এইটাই বেস্ট ব্যালান্স বিল্ড মনে হইছে একদিকে পার্ফরমেন্স ঠিক রাখা আরেকদিকে মূল ফিচার-গুলা ঠিক রাখা।

 ডাউওনলোড

 

 

আমার টেলিগ্রাম চ্যানেলঃ

t.me/raiyanmodspc

 

 

 

 

আজকের মতো এই পর্যন্তই

গাযওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন, ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন, বয়কট অব্যাহত রাখুন,

বাংলাদেশ চিরজীবি হোক

আল্লাহ হাফেয।