Be a Trainer! Share your knowledge.
Home » Hacking tutorials » ডেস্কটপে Cloudflare Warp এর প্রিমিয়াম Zero Trust এনাবল করুন একদম ফ্রি তে

ডেস্কটপে Cloudflare Warp এর প্রিমিয়াম Zero Trust এনাবল করুন একদম ফ্রি তে

 

আসসালামুআলাইকুম।

দেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে সকলের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে হেফাজত করুন । প্রত্যেক ছাত্র – ছাত্রী ভাই ও বোনদের কে সতর্ক থাকতে বলব।
দীর্ঘ ৭ দিন ইন্টারনেট ব্লাক-আউট থাকার পর শুধু মাত্র ব্রডব্যান্ড এ ইন্টারনেট দেয়া হয়েছে। যা খুবই ধীরগতির। অনেক ক্ষেত্রে দেখা গেছে ২০০ কিলোবাইট / সেকেন্ড এরও নিচে। অনেকেই ইতোমধ্যে নানা ধরনের Virtual Private Network এর বিভিন্ন এপপ ব্যবহার করছেন গতি বৃদ্ধির জন্য। অনেক ক্ষেত্রেই তা ভালো ফলাফল দিচ্ছে। তবে সবচেয়ে ভালো ফলাফল এবং ইজি টু ইউজ এই পর্যন্ত Warp এ পাওয়া গেছে যা ক্লাউডফ্লেয়ার এই তৈরি।

চলুন জেনে নেয়া যাক Cloudflare Warp কী?

Cloudflare Warp হলো একটি VPN (ভিপিএন) সেবা যা Cloudflare দ্বারা প্রদান করা হয়। এটি মূলত ইন্টারনেট সংযোগের নিরাপত্তা ও গোপনীয়তা উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে।

Cloudflare Warp এর মূল বৈশিষ্ট্য:

Cloudflare Warp এর পরিচিতি:

  1. প্রতিষ্ঠান: Cloudflare একটি ওয়েব সিকিউরিটি কোম্পানি যা ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি ওয়েবসাইটের নিরাপত্তা, পারফরম্যান্স উন্নয়ন এবং ডিডিওএস (ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস) অ্যাটাকের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে।
  2. প্রযুক্তি: Warp সেবা ২০২০ সালে চালু হয়। এটি Cloudflare এর মূল প্রযুক্তি ব্যবহার করে, যেমন তার বিশাল সার্ভার নেটওয়ার্ক যা সারা বিশ্বে ছড়িয়ে আছে।
  3. নির্মাণ লক্ষ্য: Warp এর লক্ষ্য হলো ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি দ্রুত ও নিরাপদ ইন্টারনেট অভিজ্ঞতা প্রদান করা।

Cloudflare Warp একটি শক্তিশালী সরঞ্জাম যা ব্যবহারকারীদের ইন্টারনেট সংযোগের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে সহায়তা করে, এবং এটি ব্যবহার করা খুবই সহজ।

Warp Installation পদ্ধতি খুবই সহজ তাই এই পোস্টে তা উল্লেখ করছি না।

চলুন আমরা মূল টপিকে চলে যাই। আমরা সাধারনত যেটা ফ্রি ব্যবহার করি সেটাকে বলা হয় Warp আর যখন এটার প্রিমিয়াম ভার্সন ব্যবহার করি তখন এটাকে বলা হয় Warp + এবং যখন এটার এন্টারপ্রাইস এডিশন ব্যবহার করি তখন তাকে Zero Trust নামে ডাকা হয়।

আপনারা নিশ্চয় জেনে থাকবেন প্রিমিয়াম এবং এন্টারপ্রাইজ লেভেল এর প্রোডাক্ট ব্যবহারে সেটা ক্রয় করতে হয়। যদিও পাইরেসির যুগে অনেক ভাবেই প্রযুক্তিপন্য গুলো বিনামূল্যে ব্যাবহার করা যায়, তবে অনেক ক্ষেত্রেই নিরাপাত্তার ঝুকি থাকে।
তবে আজকের ট্রিক্স এ আপনাকে দেখাবো কিভাবে এন্টারপ্রাইজ এডিশন টা ফ্রিতে নিতে পারবেন কোনো প্রকার আর্থিক লেনদেন বা নিরাপত্তা ঝুকি ছাড়াই।



 

 

 

আজ এই পর্যন্তই। আপনারা কমেন্টে আপনাদের মতামত জানান এবং আপনারা চাইলে পরের পোস্টে কিভাবে ফ্রি তে আনলিমিটেড Warp Plus ডাটা কালেক্ট করবেন তা জানাবো। ধন্যবাদ সবাইকে।

বি.দ্রঃ আজ ২৮ – ০৭ – ২০২৪ তারিখে মোবাইল ডাটা খুলে দেয়া হয়েছে। অনেকেরই স্পিড ইস্যু বা ইন্টারনেট চলবে না। চাইলে এই মেথডটি এপ্লাই করে দেখতে পারেন।

4 weeks ago (Aug 20, 2024)

About Author (1)

"-" Programmer
contributor

Hey There! I'm A Web designer And Developer. But I Love To teach And Learn. To build Modern World We Have a Dream. We will Build Digital Tech Bangladesh.

6 responses to “ডেস্কটপে Cloudflare Warp এর প্রিমিয়াম Zero Trust এনাবল করুন একদম ফ্রি তে”

  1. kongvaj Subscriber says:

    Already ei post ace re clown vai

  2. Nishat Contributor says:

    Linux e Warp install korar kono way thakle den.

  3. Nishat Roni Contributor says:

    https://t.me/ronipremium

    এখানে অনেক অ্যাপের প্রিমিয়াম ভার্সন আছে

Leave a Reply

Switch To Desktop Version