Site icon Trickbd.com

Windows 10 এর পারফেক্ট ঝামেলাবিহীন ভার্সন! The Perfect Build of Windows 10 22H2; RealOS10

আসসালামুয়ালাইকুম

আজকে উইন্ডোজ ১০ এর একটা লাইট ভার্সন/বিল্ড ইন্ট্রোডিউস করবো; RealOS10।

এই বিল্ডটা কোনো নির্দিষ্ট কোন কিছু ফোকাস করা হয় নাই, মানে প্রায় সব দিকের খেয়াল রাখা হয়েছে, একদিকে ফিচার আরেকদিকে পার্ফরমেন্স।

তাই, এটা মূলত সবার জন্যই যারা উইন্ডোজ ১০ ব্যবহার করেন এবং বিভিন্ন ধরনের ঝামেলা চাননা যেমন কয়েকদিন পরে পরে আপডেট, তারপর ১০১ টা গ্লিচ-বাগ, সাথে সময় ও এমবি নষ্টতো আছেই, সামান্য কিছু একটা ডাওলোড করলেই হুদাই ভাইরাস ডিটেকশান, ইত্যাদি।

Overview:

Windows 10, version 22H2 (19045.4593) amd64

ISO File Size: 1.72 GB Only (Original size: 5.71 GB)

After Installtion Size: ~ 5 GB

💥ব্লটওয়ার রিমুভ করা হয়েছে মানে প্রায় সব ধরনের সফটওয়ার রিমুব করা হয়েছে, খুব প্রয়োজনীয় গুলো বাদে যেমন নোটপ্যাড, ক্যামেরা, ভয়েস রেকর্ডার, ইত্যাদি

💥ভার্চুয়াল র‍্যাম এনাবল আছে; যাতে যাদের র‍্যাম কম তাদের সফটওয়ার ক্র্যাশ না করে (এটা কয়েক জিবি স্টোরেজ নেয়)

💥উইন্ডোজ আপডেট রিমুভ করা হয়েছে

💥Microsoft Defender ও রিমুভ করা আছে

💥মাইক্রোসফট একাউন্ট-ও ডিসেবল করা আছে

💥Microsoft Store ও রিমুভ করা আছে

💥প্রায় সকল টেলিমেট্রি বা নজরধারী রিমুভ করা হয়েছে

💥 ল্যাপটপ-ডেস্কটপ, নতুন-পুরাতন যেকোনো কম্পিউটা্রেই চলবে

যা যা রিমুভ অথবা ডিসেবল করা হয়েছেঃ

Privacy

– Cortana

– Connected User Experiences and Telemetry (DiagTrack)

– Feedback Hub

– Location Services

– Microsoft Advertising SDK for XAML

– Some sensors

– Customer Experience Improvement Program (CEIP)

– Windows Hello Face

– Windows Hello Fingerprint

– Windows Error Reporting

– Windows Biometric Service

– Assigned Access Lock app

– Background Tasks

– Microsoft family features

– Wallet Service

– Take a Test

– Windows Barcode Preview

– Windows To Go

– Microsoft Pay

– Advertising ID

– Bing

 Softwares

– Microsoft Edge (Legacy)

– Microsoft Edge DevTools Client

– Movies & TV

– Groove Music

– Paint 3D

– Snipping Tool

– Internet Explorer – 32 bit

– 3D Builder

– Alarms & Clock

– Calculator

– Camera

– Calendar and Mail

– Get Help

– Maps

– Messaging

– Mixed Reality Portal

– News

– OneNote

– People

– Phone

– Photos

– Skype

– Snip & Sketch

– Solitaire Collection

– Sticky Notes

– Tips

– Translator

– Voice Recorder

– Weather

– Windows TIFF IFilter (OCR)

– Windows System Assessment Tool (WinSAT)

– Xbox Console Companion

– Your Phone

– Zune Music

– Zune Video

– Xbox

– Xbox TCUI

– Xbox Game UI

– Xbox Game Bar Plugin

– Xbox Game Bar

– Xbox Identity Provider

– Xbox Game Speech Window

– Xbox – Core

– Gaming Peripherals (Xbox GIP)

 Features

– Almost all possibled major Loggings

– Hyper-V Integration Services

– Windows Defender

– Language packs except English

– Automatic Drive Encryption

– Windows Personalization themes

– Wallpapers (Themes)

– Active Directory Lightweight Directory Services (AD LDS)

– .NET assembly cache

– driver_scsidev.inf

– Ease Of Access Themes

– Enhanced Storage

– Windows Media Center

– Windows Media Player

– Windows Mixed Reality

– Windows Insider Hub

– Application Virtualization (App-V)

– BranchCache Client

– Device Lockdown (Embedded Experience)

– File Server Resource Manager

– Internet Printing Client

– Kernel Debugging

– Microsoft Engagement Framework

– Microsoft People

– User Experience Virtualization (UE-V)

– Windows Hello Setup

– Windows Shell Experience

– Windows Subsystem for Linux

– Call

– Mail and Calendar

– Scanner

– Fax

– Windows Image Acquisition (WIA)

– Content Delivery Manager

– Delivery Optimization

– Internet Information Server (IIS)

– MSN Weather

– Store Experience Host

– Support directory

– Tablet PC

– WiFi Sense

আরও অনেক

সমস্যাঃ

প্রিন্টিংয়ের ক্ষেত্রে সমস্যা হলেও হতে পারে।

         

পার্ফরমেন্স (অরিজিনাল vs কাস্টম)

৪ জিবি র‍্যামের ক্ষেত্রে র‍্যাম ইউসেজ আরো কম হবে

 

Installation (& Recommendation)

⚫ USB ড্রাইভে ISO বুট করতে Rufus সফ্টওয়্যার ব্যবহার করতে পারেন (অন্যান্য দিয়ে করলেও সমস্যা নেই)

⚫ পেন ড্রাইভ বুট করার সময় ‘Disable Bitlocker Drive Encryption’ এনাবল রাখবেন। (এমনি Bitlocker অফ আছে বাট বেটার সেফটির জন্য RUFUS দিয়ে বুট করলে এটা টিক দিয়ে দিবেন)

⚫ অবশ্যই ক্লিন ইন্সটল করুন মানে আগেরটা ডিলেট করে

⚫ পছন্দসই পার্টিশনে ক্লিন ইন্সটল দিন; মানে সেটাপের সময় ‘Custom Installation’ সিলেক্ট করুন

⚫ সেতাপ সম্পূর্ণ হওয়ার পরে, কম্পিউটার একবার রিস্টার্ট হবে

⚫ সেটাপের সময় অবশ্যই ইন্টারনেট লাগানোর দরকার নেই

RealOS10 Overview based on Windows 10 22H2

কিছু কথাঃ

⚫ আর এইটা দুনিয়ার শ্রেষ্ট লাইট বিল্ড না তাই আরো হয়তো ইম্প্রোভমেন্টের সুযোগ থাকলেও থাকতে পারে, বাট এটা যেহেতু যাস্ট ক্লিন বিল্ড তাই আমার কাছে এইটাই বেস্ট ব্যালান্স বিল্ড মনে হইছে একদিকে পার্ফরমেন্স ঠিক রাখা আরেকদিকে মূল ফিচার-গুলা ঠিক রাখা।

⚫ আর এই উইন্ডোজ এক্টিভ করা নেই, তাই এক্টিভ করতে আমার এই আর্টিকেলটা দেখতে পারেন

বি.দ্র.: রা/ম, বা/ম, সেক্যু/লার, নাস্তি/কেরা আমার পোস্টগুলো এভয়েড করতে পারেন। আমি হামাসের ওয়ালপেপার দিবো, ‘ফ্রি_প্যালাস্টাইন’ লেখবো, আমি ‘গাযওয়াতুল হিন্দ’ লিখবো; যা ইচ্ছা কর !?!

 ডাউওনলোড

মিরর লিঙ্ক

আজকের মতো এই পর্যন্তই

গাযওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন, ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন

নতুন বাংলাদেশ বিনির্মানে সহযোগী হোন

বাংলাদেশ চিরজীবি হোক

আল্লাহ হাফেয।

Exit mobile version