Site icon Trickbd.com

মডেম ছাড়াই যেভাবে মোবাইল দিয়ে কানেক্ট করে ল্যাপটপ এ নেট চালাবেন

Unnamed

আসসালামু আলাইকুম ।

সবাই কেমন আছেন??
বেশি কথা বলবো না একদম কাজের কথাই চলে আসি।

যা যা করনীয়:

(১) ডাটা কেবল টা মোবাইল ও ল্যাপটপে লাগান।
(২) মোবাইলের ডাটা কানেকশন অন করেন
(৩) মোবাইলের সেটিংস এ যান, Wireless and network settings এ যান তারপর Tethering and portable hotspot এ যান।
(৪)Usb tethering এ টিক দিন।

(৫) এবার ল্যাপটপের wifi network এ ক্লিক করে দেখুন একটা wifi service আছে নিচে conect এ লেখাই ক্লিক করুন।
(৬) অপেক্ষা করুন তারপর দেখবেন connected হয়ে গেছে।

ধন্যবাদ টিউন্টি দেখার জন্য।
Tuneed by Fahim
কপি করলে ক্রেডিট দিয়েন।