Site icon Trickbd.com

এ্যানড্রোয়েড মোবাইল কে মডেম বানিয়ে পিসি থেকে ইন্টারনেট ব্যবহার করার পদ্ধতি।

Unnamed

এ্যানড্রোয়েড মোবাইল কে মডেম বানিয়ে
পিসি থেকে ইন্টারনেট ব্যবহার করার
পদ্ধতি।
1. USB Debugging Mode অন করুন। USB
Debugging Mode অন করতে নিচের
কমান্ডটি অনুসরন করুন।
Home/App
drawer>Settings>Applications>Develop
ment> USB Debugging (Select) [USB
Debugging এর ফাকা বক্সে টিক চিহ্ন
দিয়ে সেলেক্ট করুন।]
2. মোবাইলের ডাটা কানকশন অরথাত
সেটের নেট কানেকশন অন করুন (যদি ডুয়েল

সিমের সেট হয় তবে যে সিমে নেটি
এ্যাকটিভ করা সেই সিম দিয়ে নেট কানেক্ট
করবেন) মোবাইলের নেট কানকশন অন
করতে নিচের কমান্ডটি অনুসরন করুন
Home/App drawer>Settings>SIM
Management>Data Connection>Select
SIM [যদি ডুয়েল সিমের সেট হয় তবে যে
সিমে নেটি এ্যাকটিভ করা সেই সিম দিয়ে
নেট কানেক্ট করবেন।]
3. আপনার ডিভাইসকে ডাটা ক্যবলের
মাধ্যমে পিসির সাথে কানেক্ট করুন।
4. USB Tethering অন করুন, অন করতে
নিচের কমান্ড প্রয়োগ করুন।
Home/App drawer>Settings>Wireless
& Networks>Tethering & portable
hotspot>USB tethering (Select) [USB
tethering এর ফাকা বক্সে টিক চিহ্ন দিয়ে
সেলেক্ট করুন।
5. কিছুক্ষন অপেক্ষা করুন (30 সে.)
আপনার পিসি এখন নেট ব্যবহারের জন্য
প্রস্তুত। আপনি এখন নেট ব্যবহার করতে
পারবেন আপনার পিসি থেকেই।