Site icon Trickbd.com

ল্যাপটপ খুব বেশি গরম হলে করণীয়

Unnamed

ল্যাপটপ বেশি গরম হওয়া থেকে রক্ষা
করতে পারে এমন কিছু উপায় আপনাদের
সামনে তুলে ধরা হলো….

.
.
১. ফ্ল্যাট জায়গার ওপর থাকলে
ল্যাপটপের তলার দিকে থাকা
ব্যাটারি এবং প্রসেসর তাপ বিকিরণ
করতে পারে না। তাই অতিরিক্ত গরম
হয়ে যায়। সব সময় একটি মোটা বইয়ের
ওপর ল্যাপটপ রাখুন।
.

২. এসি নেই আবার দরজা-জানালাও
বন্ধ, এমন ঘরে ল্যাপটপ বেশি গরম হয়ে
যাওয়া স্বাভাবিক। তাই এসি না
থাকলে জানালা অবশ্যই খুলে রাখুন,
যাতে হাওয়া চলাচল করে।

.

৩. ল্যাপটপের স্ট্যাটাস বারের
ব্যাটারি আইকনে ‘Power and Sleep Settings’
সিলেক্ট করুন। স্ক্রল করে Additional Power
Settings -এ যান। এবার Change Plan Settings-এ
ক্লিক করুন। এরপর সিলেক্ট করুন Change
Advanced Power Settings। স্ক্রল ডাউন করে
আসুন Processor Power Management-এ। এবার
সিলেক্ট করুন Maximum Processor State।
সেখানে পার্সেন্টেজ কমিয়ে দিন
৭০% থেকে ৮০%-এ।
.

৪. থার্মোডায়নামিক্স ‘ল’ অনুসরণ করেও
কমাতে পারেন ল্যাপটপের
তাপমাত্রা। পরপর কয়েকটি তামার
কয়েন রাখুন ল্যাপটপের ওপরে। ধাতুর
তাপশোষণ অনেক বেশি হওয়ায়
কিছুক্ষণের মধ্যে ল্যাপটপের
তাপমাত্রা কমবে এবং তামার
কয়েনের তাপমাত্রা বাড়বে।
.

৫. কুলিং প্যাড অথবা কুলিং ম্যাটও
কিনে নিতে পারেন। এগুলোর সঙ্গে
ফ্যান থাকে যা ল্যাপটপের তলায়
হাওয়া দিয়ে তার তাপমাত্রা বেশি
বাড়তে দেয় না।
.
.
.

সকল সীম এর নতুন নতুন ফ্রী নেট এর অফার জানতে
এখানে ক্লিক করুন