Site icon Trickbd.com

এবার নিজেই ফ্লাশ দিন আপনার প্রিয় Android Mobile(MTK)-With Screenshot ??

Unnamed

আসসালামু আলাইকুম,


আশা করি সবাই ভাল আছেন।এবং
আগামিতে ও যেন ভাল থাকেন Trickbd.Com থেকে এই কামনা রইল ।

এবার নিজেই Android Mobile(MTK) ফ্লাশ করুন?


বর্তমান সময়ে অনেকেই Android Mobile ব্যবহার করছেন । কিন্তু আমরা অনেকেই জানিনা কিভাবে Android Mobile Flash দিতে হয়।
অনেকে হয়তো বলবে ফ্লাশ শেখার কি দরকার ? আমি বলবো আছে। আমরা অনেক সময় ভুল বশত Deafult apps
যেমন ক্যামেরা ,প্লে স্টোর ,গ্যালারী , ডিলিট করে ফেলি। কিন্তু এগুলো ছাড়া Android মোবাইল এর মজাটাই আর থাকেনা । অনেকে আবার অন্য অ্যাপস দিয়ে চেষ্টা করেন। কিন্তু তাতে কোন কাজ হয় না । তখন নতুন করে Systeme install/ফ্লাশ করতে হয়। তো চলুন শিখে নেই কিভাবে ফ্লাশ করতে হয়।

যা যা লাগবেঃ


১) কম্পিউটার
২)আপনার মোবাইল এর অফিসিয়াল ফ্লাশ ফাইল
৩)USB Cable
৪)Adb driver
৫)Mobile (with 40% battery charge )

প্রথমেই Adb driver ইন্সটল করুন । না থাকলে
নিচ থেকে ডাউনলোড করে নিন।
Click here to Download

এবার ইন্টারনেট থেকে আপনার মোবাইল এর অফিসিয়াল ফ্লাশ ফাইল নামিয়ে নিন ।ফ্লাশ ফাইল (Zip) করা থাকলে তাকে Unzip করুন । টুলস নামের ফোল্ডার থেকে SP Flash tools ওপেন করুন।

নিচে স্কিনসর্ট দেখুন


ছবিতে scatter -loading এ ক্লিক করে , ব্রাউজ করে যেখানে ফ্লাশ ফাইল আছে সেখানে যান। সেখান থেকে scatter txt file সিলেক্ট করুন।

ডাউনলোড বাটনে ক্লিক করুন ।
এবার আপনার মোবাইল USB DEBUGING MODE ON করুন।
আপনার মোবাইল সুইচ অফ করুন। ব্যাটারি খুলে ফেলুন।তারপর USB cable লাগিয়ে VOL +/VOL- key চাপুন
মোবাইল টি কানেক্ট হলে নীচের ছবির মতো একটা লাইন আসবে ।

মন্তব্যঃ লাইন টা যদি সম্পূর্ণ হতে একটু সময় নেয়। তাহলে বুঝবেন সব কিছু ঠিক আছে।
আর যদি দেয়ার সাথে সাথে পূর্ণ হয়ে যায় তাহলে ফ্লাশ টি হইনি ।

উপরের ছবির মতো আসলে বুঝবেন আপনার Flash হয়েছে।

শর্তঃ

সঠিক ফ্লাশ ফাইল নির্বাচন না করলে আপনার মোবাইল সম্পূর্ণ ভাবে নষ্ট হয়ে যাবে।
কোন সমস্যা হলে টিউমেন্ট করে জানাবেন।
ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে???

ধন্যবাদ সবাইকে..