ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট ও ফ্যাবলেটের পর
ক্লাউড সুবিধাযুক্ত পকেটে বহনযোগ্য ইন্টেল উদ্ভাবিত একটি বিশেষায়িত পিসি দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। পিসিটি দৈর্ঘ্যে ও প্রস্থে চার ইঞ্চি বাই দেড় ইঞ্চি এবং এর পুরুত্ব আধা ইঞ্চি। ল্যাপটপ ও ডেস্কটপের মধ্যে সমন্বয়সাধনকারী ৩২ জিবি ধারণক্ষমতার দুইটি ভিন্ন মডেলের ইন্টেল কম্পিউট স্টিক পিসিটি দেখতে অনেকটা পেনড্রাইভের মতো।এই পেনড্রাইভ পিসিটি মনিটর কিংবা টিভির এইচডিএমআই পোর্টে সংযুক্ত করে মাউস আর কি-বোর্ড যুক্ত করলে দিব্যি ডেস্কটপ পিসি হিসেবে ব্যবহার করা যাবে
এতে রয়েছে ২জিবি র্যাম ও ১.৮৩/১.৮৪ এটম
কোয়াডকোর প্রসেসর। চাইলে ধারণক্ষমতা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়। অপারেটিং
সিস্টেম হিসেবে রয়েছে অরিজিনাল উইন্ডোজ ১০। আছে লাইসেন্স এন্টিভাইরাস সফটওয়্যারও।
ওয়াইফাই ও ব্লুটুথ প্রযুক্তি থাকায় এটিতে ইন্টারনেট ব্যবহারে কোনো বেগ পেতে হয়
না। একইসঙ্গে স্বল্প খরচে ডিজিটাল প্রচারণা এবং করপোরেট মিটিংয়ে প্রেজেন্টেশন দেয়া ছাড়াও বাসা ও অফিস কাজের মধ্যে সমন্বয় করা যেতে পারে এই ডিভাইস দিয়ে। এক বছরের ওয়ারেন্টিসহ রকমারি সুবিধার ইন্টেল এর এই
ডব্লিউএফপি মডেলের পেনড্রাইভ পিসিটির দাম ১১
হাজার টাকা এবং ডব্লিউ৩২এসসি মডেলের দাম ১৩ হাজার টাকা।