আসসালামুআলাইকুম। এটা আমার প্রথম টিউন যদি কোন ভুল হয় আমাকে ক্ষমা করবেন।
আমি আগে নোকিয়া মোবাইল ব্যবহার করতাম। তখন নকিয়া পিসি সুইট দিয়ে ইউএসবি এর সাহায্যে ইন্টারনেট ব্যবহার করতাম। যখন এনড্রয়েড ফোন কিনলাম তখন পিসিতে ইউএসবি এর সাহায্যে ইন্টারনেট ব্যবহার করতে হয় কিভাবে বুজতেসিলাম না। একদিন Pdanet পেলাম এরপর পরীক্ষা করে দেখলাম কেমন খুবই ভাল।অনেক দ্রুত কানেক্ট হয়ই। কোন ঝামেলা করেনা।Pdanet সফটওয়্যারটির সাইজও অনেক ছোট।
শুরু করা যাক
যা যা লাগবে তা নিচে দেয়া হলঃ
1.যে কোন এনড্রয়েড ফোন।
2. ইউএসবি ক্যাবল / ডাটা ক্যাবল।
3. Pdanet।
4. ডেক্সটপ অথবা ল্যাপটপে।
Pdanet এই সফটওয়্যারটি windows এবং mac প্ল্যাটফর্ম এ ব্যবহার করতে পারবেন ।google play তে pdanet এর apps পাবেন।Pdanet সফটওয়্যারটির পেইড ভারসন রয়েছে ? ? এবং সফটওয়্যারটির ফ্রী ভারসন রয়েছে ? ? 😆 ।আমদের কিনতে হবেনা ফ্রী ভারসন দিয়েই হবে ।Pdanet সফটওয়্যারটির সাইজে অনেক ছোট। নিচে ভিডিও দেওয়া আছে। ➡
youtube.com/watch?v=czdjhBpP5C8
note:কাজ করার সময় অবশ্যই অবশ্যই অবশ্যই অবশ্যই অবশ্যই ডাটা কানেকশন অন রাখবেন। ?
যদি টিউনটি ভাললাগে অবশ্যই অবশ্যই অবশ্যই অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। যদি টিউনটি ভালনয়ালাগে অবশ্যই অবশ্যই অবশ্যই অবশ্যই অবশ্যই জানাবেন কেন বা কি কারনে ভাললাগেনি। ? ? ? ?
আমার কোন সমস্যা হইনাই আশাকরি আপনাদেরও কোন সমস্যা হবেনা।