আসসালামুআলাইকুম। যদি কোন ভুল হয় আমাকে ক্ষমা করবেন।অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোনের অন্যতম সুবিধা হচ্ছে এই যে, এটি কেবল কথা বলার ও ইন্টারনেট ব্রাউজ করার ডিভাইসই নয়। কল্পনার অনেক কিছুই করা সম্ভব এইসব স্মার্টফোন দিয়ে। আর আপনার পিসির ইন্টারনেট মোবাইল এ USB কেব্ল দিয়ে শেয়ার করার সুবিধা তো অনেক আগেই ফিচার ফোন থেকেই চলে আসছে। যা পানির মতো সহজ। চলুন দেখে আসি কীভাবে তা করতে হয়।
আপনাদের সুবিধার্থে ভিডিও টিটোরিয়াল আকারে দেওয়া হল আশা করি ভাল লাগবেঃ
https://www.youtube.com/watch?v=qLgL8Olfe7I
youtube.com/watch?v=qLgL8Olfe7I
যদি টিউনটি ভাললাগে অবশ্যই শেয়ার করবেন।
যদি টিউনটি ভাল না লাগে অবশ্যই জানাবেন কেন বা কি কারনে ভাল লাগেনি। ? ? ? ?
আমার কোন সমস্যা হইনাই আশাকরি আপনাদেরও কোন সমস্যা হবেনা। কোন সমস্যা হলে কমমেন্ট করবেন।সবাইকে ধন্যবাদ।আমার জন্য সবাই দোয়া করবেন। ? ? ? ? ?
কোন পরামর্শ থাকলে জানাতে পারেন। পরবর্তী টিউনটি কি নিয়ে করা যায় তাও জানাতে পারেন।
আমার ফেসবুক পেজ ঃ
https://www.facebook.com/tech.puzzle.it
আমার ইউটিউব চ্যানেল :
Tech puzzle: