আসসালামুআলাইকুম। যদি কোন ভুল হয় আমাকে ক্ষমা করবেন।আপনার পিসির নিরাপত্তা ও পর্ণ আসক্তি থেকে মুক্তির জন্য “ব্লুকোট কে-৯” টুলটির বিকল্প নেই।তাছাড়া,আমরা জানি যে-ওয়েবের জন্য অর্থাৎ ওয়েবের পূর্ন নিরাপত্তা দিতে কন্টেন্ট ফিল্টারিং খুব জরূরি।এক্ষেত্রে ‘ব্লুকোট কে-৯’ একটি কার্যকারী ভূমিকা পালন করবে। ইন্টারনেট দুনিয়ায় ওয়েবসাইটের সংখ্যা হাতে গোনার মত নয়,দিন দিন ওয়েবসাইটের সংখ্যা যেভাবে বৃদ্ধু পাচ্ছে তা বলার বাহিরে।ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে যেগুলো শিশুদের জন্য ক্ষতিকর।তাছড়া,ফেইসবুকের মত সামাজিক যোগাযোগের সাইটগুলো অফিসের কাজেরও ক্ষতি করে থাকে। এসব সাইট বন্ধ রাখতে”ব্লুকোট কে-৯” পিসিতে ব্যবহার করতে পারেন। অন্যদিকে,বিভিন্ন সাইটসমূহ হতে পিসিতে আগত ভাইরাস থেকে,আপনার পিসি রক্ষা করার ক্ষেত্রে এই সফটওয়্যারটি গুরূত্বপূর্ন ভুমিকা পালন করবে।এ সফটওয়্যারটি ব্যাবহার করার ফলে,যদি জরূরি কোনো সাইট ব্লক হয়ে যায়,তাহলে এডমিন পাসওয়ার্ড দিয়ে তা খোলা যাবে।এ সফটওয়্যারটির সুবিধার কথা বলে শেষ করার মত নয়।কারন,”ব্লকোট কে-৯” দিয়ে সার্ভিস বেস ফিল্টারিং,ডায়নামিক রিয়েল টাইম রেটিং,অটোমেটিক আপডেট,কার্যকরী ক্যাশিং-এর মতো আরো অনেক সুবিধা পাওয়া যাবে।তাছাড়া,সফটওয়্যারটি অন্যান্য সফটওয়্যারগুলোর মত কম্পিউটারে এত বেশি জায়গাও দখল করে না এবং সফটওয়্যারটি ব্যাবহারের ফলে পিসি স্লো হয়ে যাওয়ারও কোনো আশঙ্কা নেই।
শেয়ার করে সবাইকে জানার সুযোগ করেদিন।
আপনাদের সুবিধার্থে ভিডিও টিটোরিয়াল আকারে দেওয়া হল আশা করি ভাল লাগবেঃ
কি ভাবে ডাউনলোড করবেনঃ
youtube.com/watch?v=dNmIxaPLMnQ
কিভাবে কনফিগার করবেনঃ
youtube.com/watch?v=hSULf8_V-jM
যদি টিউনটি ভাললাগে অবশ্যই শেয়ার করবেন।
যদি টিউনটি ভাল না লাগে অবশ্যই জানাবেন কেন বা কি কারনে ভাল লাগেনি। ? ? ? ?
আমার কোন সমস্যা হইনাই আশাকরি আপনাদেরও কোন সমস্যা হবেনা। কোন সমস্যা হলে কমমেন্ট করবেন।সবাইকে ধন্যবাদ।আমার জন্য সবাই দোয়া করবেন। ? ? ? ? ?
কোন পরামর্শ থাকলে জানাতে পারেন। পরবর্তী টিউনটি কি নিয়ে করা যায় তাও জানাতে পারেন।