Site icon Trickbd.com

কম্পিউটারের অ্যাপ্লিকেশন হ্যাং হলে দ্রুত কাজে ফেরার উপায় কমান্ড ব্যবহার করে।।

Unnamed

আসসালামুআলাইকুম…….
সকলে আশা করি ভালো আছেন।?
ভালো থাকারই কথা,, কারণ ট্রিকবিডির সাথে থাকলে সকলে ভালো থাকে।?
যাই হোক আবারও আপনাদের জন্য ট্রিকবিডিতে একটি পোষ্ট নিয়ে আসলাম।

আশা করি কাজে লাগবে।
তাহলে শুরু করা যাক………?

আর হ্যা পোষ্টগুলো আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন।

যাতে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে।?

রিস্টার্ট না দিয়ে কমান্ড অপশন ব্যবহার করেও হ্যাং হওয়া অ্যাপটি দ্রুত বন্ধ করা যায়।……
দেখে নিন কিভাবে করবেন……

## প্রথমে এরজন্য আপনাকে প্রথমে স্টার্ট মেন্যু থেকে রান (RUN) এ যেতে হবে।?

##তারপর এতে যে কোনো অ্যাপ্লিকেশন বন্ধ করার জন্য আপনাকে
taskkill /f/im name of programe.exe
লিখে এন্টার দিতে হবে।?

##“name of programe” এর স্থানে যে অ্যাপ্লিকেশনটি হ্যাং হয়েছে সেটির নাম দিতে হবে।?

## উদাহরণ স্বরুপ “taskkill /f/im googlechrome.exe”তাহলে বন্ধ হয়ে যাবে অ্যাপ্লিকেশনটি।
এ কৌশল জানা থাকলে কম্পিউটার হ্যাং হয়ে আর রিস্টার্ট দেওয়ার ঝামেলা নেই। কয়েকলাইন কমান্ড ব্যবহার করেই এর সমাধান পাওয়া যাবে।………

তো এখানেই শেষ করলাম পোষ্টটি।?
কথা হবে নতুন কোন পোষ্টে।

সকলে ভালো থাকুন সুস্থ থাকুন।

Stay with Trickbd.com?