Site icon Trickbd.com

পেনড্রাইভ বারবার ফরম্যাটের ঝামেলা থেকে মুক্তি পান খুব সহজেই মাত্র ২ মিনিটেই!আর বাচান আপনার প্রিয় পেনড্রাইভ কে

কম্পিউটারে ফাইল বা ফোল্ডার আদান-প্রদানের জন্য পেনড্রাইভের ব্যবহার এখন সর্বজনীন।

কিন্তু পেনড্রাইভ ব্যবহারে অনেক সমস্যার মধ্যে একটি হলো, কম্পিউটারে যুক্ত করার সঙ্গে সঙ্গে ফরম্যাট করতে বলে। 🙂

ফরম্যাট করলে সব ফাইল ও ফোল্ডার মুছে যাবে। আবার ফরম্যাট না করেও ফাইলগুলো দেখার উপায় থাকে না। সে ক্ষেত্রে আপনি যা করতে পারেন:

আপনার পেনড্রাইভটি কম্পিউটারে যুক্ত করার সঙ্গে সঙ্গে G, H, K…এর মতো যে ড্রাইভ লেটারটি দেখাচ্ছে সেটি খেয়াল করুন।

সব সময় নতুন কিছু পেতে TipsAdd.Com