Site icon Trickbd.com

[PC/COMPUTER] আলসেমি করে যারা এখনোও সর্টকার্ট শিখে পারেন নাই এবার কিছু শিখে নিন এই পোষ্টে

Unnamed

উইন্ডোজের বিভিন্ন সুযোগ সুবিধা বিভিন্ন আপ্লিকেশনে শুধু রান কমান্ড দিয়ে খুব সহজেই যাওয়া যায়। এতে অনেক সময় বাঁচে। নিচে তেমনই কিছু রান কমান্ড দেওয়া হলো।

প্রথমে উইন্ডোজ কি+R চেপে সরাসরি রান-এ যেতে হবে। এরপর নির্দিষ্ট কমান্ড দিয়ে সরাসরি যেকোনো প্রোগ্রামে যাওয়া যাবে।
ক্যালকুলেটর খুলতে করতে calc লিখে এন্টার করুন।
যেকোনো ড্রাইভে যেতে c, d, e এভাবে লিখে এন্টার করুন।
বিভিন্ন চিহ্ন খুঁজে পেতে charmap লিখে এন্টার করুন।
পাওয়ার অপশনে যেতে powercfg.cpl লিখে এন্টার করুন।
রেজিস্ট্রি এডিটরে যেতে regedit লিখে এন্টার করুন।
রিমোট ডেস্কটপে যেতে mstsc লিখে এন্টার করুন।
কন্ট্রোল প্যানেলে ঢুকতে লিখে control এন্টার করুন।
ডিস্ক ক্লিনআপ চালু করতে cleanmgr লিখে এন্টার করুন।
মাউস প্রোপার্টিজে ঢুকতে main.cpl লিখে এন্টার করুন।
সাউন্ড অ্যান্ড অডিওতে ঢুকতে mmsys.cpl লিখে এন্টার করুন।
ডিভাইস ম্যানেজারে ঢুকতে devmgmt.msc লিখে এন্টার করুন।
ফন্টসে ঢুকতে fonts লিখে এন্টার করুন।
উইন্ডোজ সিকিউরিটি সেন্টারে যেতে wscui.cpl লিখে এন্টার করুন।
টাস্ক ম্যানেজার চালু করতে taskmgr লিখে এন্টার চাপুন।