Site icon Trickbd.com

দেখে নিন কিভাবে নিজে নিজেই একটি Calculator তৈরি করবেন [[With Screen Shot ]]

আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই।আশা করি সবাই ভালই আছেন।

আজ আমি আপনাদের দেখাব কিভাবে কিছু প্রোগ্রাম কোড দিয়ে একটি  Calculator বানাবেন।

চলুন দেখি কিভাবে করব।এতে আপনার যা যা লাগবে তা হলঃ

  1. একটা pc.
  2. Notepad.
  3. কিছু code লাগবে।

এখন দেখেন কিভাবে করতে হয়ঃ

প্রথমে আপনাকে pc থেকে Notepad টা open করতে হবে তারপর Notepad অন করার পর নিচের কোডটা (কপি/অথবা নিজে দেখে দেখে লিখতে পারেন) Notepad এ,

@echo off
color 09

::calculator
:start
cls
set /p math=Equation =
set /a math2=%math%
cls
echo %math%=%math2%
pause >nul
goto start

এই কোডটা নিচের ছবির মত লিখতে হবে।

বুঝতে না পারলে Screen short দেখুন।

 

তারপর save করার জন্য (Ctrl +s) চাপুন এরপর আপনার পছন্দ মত যে কোন Folder এ গিয়ে আপনার পছন্দ মত নাম দিয়ে

যেমনঃ(calculator.bat) save করুন,তবে মনে রাখতে হবে save করার সময় (Any name .bat) দিতে হবে।

না বুজলে নিচের ছবিটা দেখুন =>

এখন আপনার Save করা ফাইলটি ডাবল ক্লিক করে Open করুন ।এবং নিচের মত দেখতে পাবেন।

এখন হয়ে গেল আপনার একটি Calculator

সবাই অনেক ভাল থাকবেন। 

Trickbd র সাথেই থাকুন।

#ধন্যবাদ