হ্যাকিং রিলেটেড মুভি গুলোতে দেখা যায়, হ্যাকার অন্য কারো সাথে যোগাযোগ করার জন্য কমান্ড লাইনে সব লিখছে। কমান্ড লাইনের কালো ইন্টারফেসের মধ্যে চ্যাট। রোমাঞ্চোকর লাগে। এটা দেখে আমার ইচ্ছা হলো আমিও কমান্ডলাইন দিয়ে চ্যাট করবো। সার্স করতেই পেয়ে গেলাম সমাধান।
এখন ফেসবুক ফ্রেন্ডের সাথে আমি কমান্ড লাইন দিয়ে চ্যাট করি। আপনারাও ট্রাই করতে পারেন। নিতে পারেন হ্যাকারদের চ্যাট করার ফিলিং। 😛
এই টিউটোরিয়াল ফলো করতে কমান্ড লাইন সম্পর্কে কোনো ধারনা না থাকলেও চলবে।
কমান্ডলাইনে চ্যাট করার জন্য আমরা node.js এর একটা প্যাকেজ ব্যবহার করবো। এজন্য আপনার কম্পিউটারে node.js ইনস্টল থাকতে হবে।
node.js ইনস্টলঃ
nodejs.org এ গিয়ে Download v6.9.4 LTS সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে ফেলুন। এখন কমান্ডলাইন চালু করবো। এজন্য আপনার কম্পিউটারের Windows start এ রাইট ক্লিক করে Command Prompt (Admin) চালু করবো। কিংবা cmd সার্স করলেও পাওয়া যাবে।
Command Prompt এ আমরা লিখবো
node --version
যদি v6.9.1 এর মত কোন আউটপুট আসে, তাহলে বুঝতে হবে nodejs ইনস্টল হয়ে গেছে।
fb-messenger-cli ইনস্টলঃ
কমান্ড প্রমটে টাইপ করুম কিংবা কপি করুন।
npm install -g fb-messenger-cli
কিছুক্ষন লোডিং নিয়ে এটি ইনস্টল হয়ে যাবে। এরপর একে চালু করতে চাইলেঃ
fb-messenger-cli
এখন ইমেইল এবং পাসওয়ার্ড চাইবে। সেগুলো দিলেই আপনার চ্যাট লিস্ট চলে আসবে।
নামের পাশে [0] এরকম নাম্বার দেওয়া আছে। সেখান থেকে যার সাথে চ্যাট করতে চান, সেই নাম্বার টি লিখলে ঐ ব্যাক্তির সাথে চ্যাট চালু হবে।
সেই কনভারশেসন থেকে বের হতে চাইলে
/back
টাইপ করতে হবে। এছাড়া আরও কিছু দরকারি কমান্ড হলঃ
/back or /menu …. Get back to conversation selection
/exit or /quit …. Quit the application
/logout ……….. Exit and flush credentials
/groups ……….. Bring up your goup conversations
/search [query] … Search your friends to chat
/help …………. Print this message
এগুলোর লিস্ট পাওয়া যাবে /help টাইপ করলে।
/help
এভাবে চ্যাট করতে থাকুন আর মজা নিন। কোনো সমস্যা হলে কমেন্ট এ জানাতে পারেন। আমি উত্তর দেওয়ার চেস্টা করবো। ধন্যবাদ ট্রিকবিডির সাথে থাকার জন্য।