Site icon Trickbd.com

কম্পিউটারের হার্ডডিস্কে অপারেটিং সিস্টেম উইন্ডোজ ড্রাইভ কিভাবে FAT32 থেকে NTFS ফাইল সিস্টেমে কনভার্ট করবেন?

Unnamed

আপনার কম্পিউটারের হার্ডডিস্কে পার্টিশনের
অপারেটিং সিস্টেম উইন্ডোজ ড্রাইভ FAT32 পার্টিশনে
ইনস্টল করে ফেলেছেন, এখন ফাইল সিস্টেম FAT32 থেকে
NTFS ফাইল সিস্টেম করতে চাচ্ছেন। ভাবছেন আবার নতুন
করে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে,খুবই চিন্তিত।
উইন্ডোজের কোন প্রকার সমস্যা ছাড়াই আপনি আপনার
অপারেটিং সিস্টেম ড্রাইভ FAT32 থেকে NTFS ফাইল
সিস্টেমে পরিবর্তন করতে পারবেন।

স্টেপ টু কনভার্ট FAT32 টু NTFS :


দ্বিতীয় ধাপ: কমান্ড প্রম্পট (CMD) এডমিনিস্ট্রেটর
হিসেবে চালু করার পর নিচের কমান্ডটি লিখে এন্টার
দিন।

কমান্ডটি একটি সিডিউল করবে মানে, কম্পিউটার যখনই
রিস্টার্ট দিবেন তখনই অপারেটিং সিস্টেম ড্রাইভ FAT32
থেকে NTFS ফাইল সিস্টেমে কনভার্ট করা প্রক্রিয়া শুরু
হবে।কিছুক্ষণ অপেক্ষা করার পর অপারেটিং সিস্টেম
ড্রাইভ FAT32 থেকে NTFS ফাইল সিস্টেমে কনভার্ট
প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বার্তা পাবেন।

এবার উপরের ছবির মতো আপনার কম্পিউটারের মাই
কম্পিউটারে ক্লিক করে সিস্টেম ড্রাইভের
প্রোপারর্টিসে গিয়ে দেখুন ড্রাইভ ফাইল সিস্টেম FAT32
থেকে NTFS ফাইল সিস্টেমে রূপান্তরিত হয়েছে
সফলভাবে।