Site icon Trickbd.com

কম্পিউটার যখন রিস্টার্ট হয় না তখন কি করবেন দেখুন by-Shamim

Unnamed

বর্ষপূর্তি হালনাগাদের পর উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে ‘অ্যাকটিভ আওয়ারস’ বা সক্রিয় সময় ঠিক করে দেওয়ার সুযোগ যোগ করা হয়েছে। অ্যাকটিভ আওয়ারস হলো দিনের যে সময়টাতে আপনি সাধারণত কম্পিউটার ব্যবহার করে থাকেন। সফটওয়্যার বা উইন্ডোজ হালনাগাদের পরে কম্পিউটার সাধারণত বন্ধ করে পুনরায় চালু বা রিস্টার্ট করতে বলে। তবে অ্যাকটিভ আওয়ারস ঠিক করে দিলে এই সময়টাতে কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে রিস্টার্ট হবে না। বর্তমানে দিনে সর্বোচ্চ ১২ ঘণ্টা পর্যন্ত অ্যাকটিভ আওয়ারস ঠিক করে দেওয়া যায়। তবে এই সুযোগ ১৮ ঘণ্টা পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

অ্যাকটিভ আওয়ারস ঠিক করে দিতে স্টার্ট মেন্যু থেকে সেটিংস নির্বাচন করুন। অথবা কি-বোর্ডের Windows + I বোতাম দুটি একসঙ্গে চাপুন। সেটিংস পাতা এলে Update & Security এবং পরে Windows Update নির্বাচন করুন। Update Settings অংশে Change active hours-এ ক্লিক করুন। অ্যাকটিভ আওয়ারস পাতায় আপনার কাঙ্ক্ষিত সময় উল্লেখ করে দিন। যে সময়টাতে আপনার কম্পিউটার রিস্টার্ট হোক তা চান না। এরপর Save বোতামে ক্লিক করে সংরক্ষণ করুন। তার একার Restart করুন দেখুন তারপর আগের মতোই কাজ করবে।