Site icon Trickbd.com

জেনে নিন ১০টি উইন্ডোজ রান কমান্ড !

Unnamed

দিন দিন উইন্ডোজ অপারেটিং সিস্টেমের রান
প্রোগ্রামের ব্যবহার কমছে। তবু ব্যবহার করতে
চাইলে এখানে প্রয়োজনীয় ১০টি রান শর্টকাট
কমান্ড দেওয়া হলো। রান ডায়লগ বক্সে
কমান্ডটি লিখে এন্টার করতে হবে।

* ক্যালকুলেটরের জন্য কমান্ড হলো—calc

* অন স্ক্রিন কি-বোর্ডের সচল করার জন্য
কমান্ড—osk

* ডেট অ্যান্ড টাইম ডায়ালগ বক্স চালু করার
কমান্ড—timedate.cpl

* ডাইরেক্ট এক্স ডায়াগনস্টিক টুল দেখার জন্য—
dxdiag

* সিস্টেম কনফিগারেশন ইউটিলিটি ডায়ালগ
বক্স ওপেন করার জন্য—msconfig

* গ্রুপ পলিসি এডিটর ডায়ালগ বক্স দেখার জন্য
—gpedit.msc

* মাইক্রোসফট পেইন্ট ডায়ালগ বক্স সচল করতে—
mspaint

* উইন্ডোজ ফায়ারওয়াল সচল করতে—firewall.cpl

* ইভেন্ট ভিউয়ার ডায়ালগ বক্স সচল করতে—
eventvwr.ms

* রিমোট ডেস্কটপ সচল করতে—mstsc


________
গ্রামীণফোনে দিচ্ছে ৮
জিবি ইন্টারনেট ডাটা সম্পুর্ণ ফ্রি!
এখানে ক্লিক করুন

________

জিপি-ফ্রি-নেট-ফুল-৩g-সবার-চলবে
বিস্তারিত এখানে ক্লিক করুন