Site icon Trickbd.com

ফটোশপ টিউটোরিয়ালঃ খুব সহজেই ছবির ব্যকগ্রাউন্ড পরিবর্তন করুন এবং ছবিতে দিন DSLR এর মর ব্লার ইফেক্ট

কেমন আছেন সবাই?

আশা করি ভাল আছেন।

আমি আবারও আবারও হাজির হলাম ফটোশপের নতুন টিউটোরিয়াল নিয়ে।

আজকের টিউটোরিয়ালের বিষয় হলঃ ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন এবং ব্লার ইফেক্ট।

আমরা সবাই জানি DSLR ক্যামেরা দিয়ে খুব খুন্দর ব্লার ব্যাকগ্রাউন্ডের ছবি তুলা যায়।

আমাদের যাদের dslr ক্যামেরা নাই তাদেরও অনেক সময় ইচ্ছা হয় এই ধরনের ইফেক্ট দিয়ে ছবি তুলতে।

DSLR ছাড়াও আমরা এই সখটা পুরন করতে পারি যদি আমাদের থাকে ফটোশপ।

বন্ধুরা আজ আমি আপনাদের কে এই ইফেক্ট এবং ব্যকগ্রাউন্ড পরিবর্তনের টিউটোরিয়াল শেয়ার করব, আমার সাথেই থাকুন।

এই টিউটোরিয়ালে যা যা শিখতে পারনবেনঃ

তাহলে চলুন শুরু করা যাকঃ

আর হ্যা, অবশ্যই টিউটোরিয়াল সম্পূর্ণ দেখে তারপর চেস্টা করবেন।

শুধু টিউটোরিয়াল দেখলেই হবেনা, সাথে প্রেক্টিসও করতে হবে।

তাই টিউটোরিয়াল দেখার সাথে সাথে প্রেক্টিস করুন, আর আপনিও হয়ে যান একজন দক্ষ ফটোশপার…

নতুন নতুন টিউটোরিয়াল পেতে TrickBD এর সাথেই থাকুন।

আর আমার টিউটোরিয়াল ভাল লাগলে টিউনটি লাইক দিন, কমেন্ট করুন, প্রিয়তে যোগ করুন আর বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করুন।

আবার দেখা হবে নতুন টিউটোরিয়াল নিয়ে…