Site icon Trickbd.com

[Lock Trick][PC]আপনার পিসি আনলক করুন____Usb Driver দিয়ে ^→Like A Haker[With Sshot By Sojib]

Unnamed

আসসালামু আলাইকুম

আপনি শুধুমাত্র একটি পাসওয়ার্ড দিয়ে আপনার কম্পিউটারকে লক করছেন। যদি উত্তর টা হ্যা হয় তাহলে আপনি একটি বিকল্প (এবং আরো সুরক্ষিত) পদ্ধতিতে আপনার কম্পিউটার লক ডাউন করা থেকে বঞ্চিত হচ্ছেন। তো সবাই কেমন আছেন ? আশা করি ভাল। চলে এলাম আরেকটা টিউন নিয়ে।

Predator, একটি ফ্রি উইন্ডোজের সফটওয়্যার, USB ড্রাইভে একটি চাবি তৈরি করবে যেটা সরালে আপনার কম্পিউটার লক হয়ে যাবে। আপনার কম্পিউটারটি আনলক করতে হলে আপনাকে USB ড্রাইভারটি Plug in করতে হবে। (Talk about having secret-agent-style security.)

কেউ USB ফ্ল্যাশ ড্রাইভ ছাড়া আপনার কম্পিউটার একসেস করার চেষ্টা করলে সে একটা বার্তা দেখতে পাবে “Access Denied”. তাহলে শুরু করা যাক, তো নিচের পদ্ধতি অনুসরণ করুন,

ধাপ 1:

প্রথমে Predator ডাউনলোড করুন তারপর ইনস্টল করুন।

Download Predator_x32.zip

Download Predator_x64.zip

ধাপ-2:

b>যখন Predator launch করবেন, তখন আপনার USB ফ্ল্যাশ ড্রাইভ (Pen Drive or others) Plug in করুন. (ড্রাইভের কোনকিছুই ডিলেট করা বা অন্য কোন উপায়ে পরিবর্তন করা হবে না, তাই আপনার ব্যবহারকৃত USB Flash কেই ব্যবহার করতে পারেন।)

USB ড্রাইভ ঢোকানো হলে, একটি ডায়লগ বক্সে পাসওয়ার্ড তৈরি করার কথা আপনাকে জিজ্ঞাসা করা হবে। সেখানে OK -তে ক্লিক করুন।

ধাপ 3:

Preferences Windows থেকে, কিছু সেটিংস করে নিন। প্রথমত, “New password” field এ একটি নিরাপদ এবং unique পাসওয়ার্ড দিন। আপনি যদি আপনার USB ড্রাইভ হারিয়ে ফেলেন, তাহলে আপনার কম্পিউটার আনলক করতে এটা ব্যবহার করতে পারবেন।

আপনি যদি চান তাহলে, আপনি “Always Required” box এ চেক দিতে পারেন। তাহলে আপনি যতবার thumbdrive ব্যবহার করবেন আপনার PC আনলক করতে ততবারই আপনাকে ঔ Password টা দিতে হবে।
শেষে, ফ্ল্যাশ ড্রাইভ section থেকে, নিশ্চিত হন যে সঠিক USB ফ্ল্যাশ ড্রাইভ ইনসার্ট করা আছে।

আপনার কাজ হয়ে গেলে, OK তে ক্লিক করুন।/big>

ধাপ 4:

Predator exit হয়ে যাবে। তারপর, প্রোগ্রামটি পুনরায় আরম্ভ করার জন্য টাস্কবারে Predator আইকনে ক্লিক করুন। কয়েক সেকেন্ড পরে icon টি সবুজ হলে আপনার মেশিনে Predator চলমান হবে।

প্রতি 30 সেকেন্ডে, Predator দেখবে যে আপনার USB ড্রাইভ প্লাগ ইন করা আছে কী না। যদি তা না থাকে, তাহলে আপনার কম্পিউটার dim এবং লক ডাউন হয়ে যাবে।

কিছু অতিরিক্ত টিপস:

যে কোন সময়ে Predator pause করতে টাস্কবারের থেকে “Pause monitoring” ক্লিক করবেন। যদি কেউ আপনার পিসি অ্যাক্সেস করতে চায় যখন এটা লক থাকে। তাহলে আপনি এর history দেখতে পারেন টাক্সবারের “Events log” থেকে।

তো ভাল থাকেন। খোদ হাফেজ। অপেক্ষায় থাকুন পরবর্তী টিউনের জন্য। আর হ্যা সমস্যা হলে Comment করবেন।

আমার ফেসবুক লিংক