প্রথমে আমার সালাম নিবেন আশা করি সবাই ভাল আছেন আপনাদের দোয়াই আমিও ভাল আছি।
আজকে আমার এই পোস্টের বিষয় হলো কিভাবে আপনার পিসিতে Spreadtrum চিপসেট এর Driver Install করবেন তার নিয়ম।
চলুন শরু করা যাক
প্রথমে নিচ থেকে Zip ফাইল টা ডাউনলোড করে নিন।
.
.
Spreadtrum Driver.zip 101kb
জিপ ফাইল টা ডাউনলোড করে এক্সট্রাক্ট করুন।
ভিতরে ২ টা ফাইল পাবেন আপনার পিসি যদি x64 bit হয় তাহলে x64 bit install করবেন।আর যদি x86 bit হয় তাহলে x86 bit install করবেন।
.
.
.নিচের সবগুলো স্ক্রিনশট আমার পিসির কেউ বলবেন না যে কপি
প্রথমে পিসির Control panel এ যান>Device manager এ যান।
তারপর Next এ ক্লিক করুন।
তারপর Install The Hardware that I manually select from e list(advanced) এ টিক দিয়ে Next এ ক্লিক করুন।
আবারো Next এ ক্লিক করুন।
তারপর Have Disk এ ক্লিক করুন।
তারপর browse….এ ক্লিক করুন।
আপনার x64/x86 bit অনুযায়ী ফাইল সিলেক্ট করুন।
তারপর উপরে Ok তে ক্লিক করুন।
তারপর next এ ক্লিক করুন।
সব শেষ এবার Finish Button এ ক্লিক করুন।
Enjoy……
আজ এখানেই রাখলাম সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।সবাই ট্রিকবিডির সাথেই থাকুন।