Be a Trainer! Share your knowledge.
Home » Windows PC » কম্পিউটারের F5 বাটন আসলে কী কাজ করে? বিস্তারিত পোস্ট

কম্পিউটারের F5 বাটন আসলে কী কাজ করে? বিস্তারিত পোস্ট


কম্পিউটারটা তখন থেকে গোল গোল ঘুরে চলেছে। কিছু
একটা ডাউনলোড করতে গেলেই লোডিং লোডিং
দেখাচ্ছে। কিছুতেই নতুন কিছু আপলোড হচ্ছে না। এমন
সময় আমরা টুক করে কয়েকবার F5 বাটনটা প্রেস করে
দিই। কিংবা রাইট ক্লিক করে রিফ্রেশ অপশনে বার
কয়েক ক্লিক করে নিই। কম্পিউটারে হাতে খড়ি হওয়ার
পরই কে কবে যেন এটা করতে শিখিয়ে দিয়েছিল, তা
আজ আর কারো মনে নেই। বলে দিয়েছিল এটা করলে
নাকি কম্পিউটার রিফ্রেশ হয়ে যায়

। আর কম্পিউটারের

কাজগুলোও আবার ঠিকঠাক চলতে শুরু করে। এটা
আমাদের রোজকার অভ্যাস। কিন্তু কেন রিফ্রেশ করা হয়,
কিংবা রিফ্রেশ করলে আদৌ কোনো কাজ হয় কিনা তা
কি জানা আছে?

মনে করা হয়, F5 বাটন প্রেস করলে বা রিফ্রেশ করলে
কম্পিউটারের RAM ক্লিয়ার হয়ে যায়। কম্পিউটারে
ব্যাকগ্রাউন্ডে চলা অনেক প্রোগ্রাম বন্ধ হয়ে যায়।
অদরকারী প্রোগ্রামগুলি বন্ধ হয়ে যাওয়ার ফলেই
কম্পিউটার আবার দ্রুতগতিতে চলতে থাকে। এই ধারণা
নিয়েই আমরা কম্পিউটার না চললেই রিফ্রেশ করি।

আসলে রিফ্রেশ করলে ব্রাউজারের ক্যাশ মেমোরি
ক্লিয়ার হয়ে যায়। এর থেকে বেশি কোনো কাজই করে
না F5 বাটন বা রিফ্রেশ। তাই এবার থেকে কম্পিউটার
কাজ করতে সময় নিলে অযথা রিফ্রেশ না করে একটু
ধৈর্য ধরুন। তাহলেই আবার আপনার কম্পিউটারটি

স্বাভাবিকভাবে চলতে শুরু করবে।

জিপি ও রবি সিম এ ফুল স্পিড এ ফ্রি নেট টিপস পেতে এখানে ক্লিক করুন

7 years ago (Apr 08, 2017)

About Author (54)

Roky Ron
contributor

ট্রিকবিডিতে শিখতে ও শেখাতে এসেছি।

Trickbd Official Telegram

One response to “কম্পিউটারের F5 বাটন আসলে কী কাজ করে? বিস্তারিত পোস্ট”

Leave a Reply

Switch To Desktop Version