Be a Trainer! Share your knowledge.
Home » Windows PC » নতুনদের জন্য পোস্টঃ শিখে নিন মাইক্রোসফট এক্সেল এ কিভাবে যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে হয় [পর্ব ২]

নতুনদের জন্য পোস্টঃ শিখে নিন মাইক্রোসফট এক্সেল এ কিভাবে যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে হয় [পর্ব ২]

আসসালামু আলাইকুম, ভাই বোনেরা আপনাদের জন্য নিয়ে আসলাম নতুনদের জন্য পোস্টঃ  শিখে নিন মাইক্রোসফট এক্সেল এ কিভাবে যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে হয় [পর্ব ২]।   এটি যোগ ও শেখার জন্য পর্ব। এবং এটা মাইক্রোসফট এক্সেল পরিচয় পর্ব [পর্ব ১]

আজ জানবো মাইক্রোসফট এক্সেল এ কিভাবে যোগ এর কাজ করবেন।

মাইক্রোসফট ও এক্সেল কি?

মাইক্রোসফট একটি সেরা ও বহুল প্রচলিত সফটওয়ার নির্মানকারী প্রতিষ্ঠান, আর তাদের তৈরী একটি সফটওয়ার “মাইক্রোসফট অফিস”,  আর এই অফিসে অনেক কাজ আছে তা মধ্যে বেশি চলে মাইক্রোসফট ওয়ার্ড =লেখার জন্য,  এক্সেল = হিসাবের জন্য,  এক্সেস = বিভিন্ন তথ্য রেকর্ডের জন্য, ও পাওয়ার পয়েন্ট = কিছু ভিডিওর মত উপস্থাপনের জন্য।

আর এক্সেল অর্থ ছড়ানো পাতা। যেহেতু এই সফটয়ারে হাজার হাজার পেজ থাকে হিসাবের জন্য তা এর নাম দেয়া হয়েছে ।

কিভাবে যোগ এর কাজ করবেন?


  প্রথমে একক যোগ


এম এস এক্সেল এ ঢুকার পর এরকম পেজ আসবে

 

তারপর যা যোহ করবেন তা ইখে এই সুত্র টি বসিয়ে এন্টার চাপুনঃ

সুত্র বসানোর নিয়ম  খেয়াল রাখুনঃ আমার দেয়া ১ ও ২ তে যেকোন সংখ্যা লিখুন, আমার দেয়া ৩ এর এখানে @ লিখার পর ( এই ফার্স্ট ব্রাকেট দিন, তারপর প্রথম সংখ্যা যেখানে লিখেছেন সেখানে মাউস ক্লিক করুন, তারপর + চিহ্ন দিয়ে ২য়  সংখ্য থাকা ঘর উপর মাউস ক্লিক করুন। এভাবে  সংখ্যা থাকা ঘরের নাম্বার আসবে, আমি যা লিখেছি তাই আসবে এমন নয়। তারপর ) এটা লিখে ব্রাকেট শেষ করুন। এন্টার দিন

দেখবেন ফলাফল দেখা যাবে।


একসাথে অনেক যোগঃ


ঘর না বুঝলে আবার দেখুন, এটা হাতেও লিখতে পারবেন। উপরের  A B C D এগুলোর সাথে বাম পাশে থাকা নাম্বারের সমন্বয় ই হলো ঘর বা সেল নাম্বার। ১ম সংখ্যা C এর ঘরে ও 4 এর লাইনে থাকায় ঘর নাম্বার হলো  C4,আবার ২য় সংখ্যা F এর ঘরে ও 4 এর লাইনে থাকায় ঘর নাম্বার হলো  F4,  অনেক যোগের সময় + এর পরিবর্তে   :   দিতে হবে। + দিলে শুধু সেই ২ টা যোগ হবে। 

 

এই হলো সবগুলোর যোগফলঃ

আজ এপর্যন্তই



এক্সেল সব পর্বের ভিডিও টিউটোরিয়াল একত্রে পেতে ফলো করুন এই লিংক 

মনে রাখবেন, টিউটোরিয়ালে কাজ দেখানো হয়, ইনফরমেশন থাকে লেখা টিউনে। তাই উভয় ই ফলো করুন।


7 years ago (Apr 12, 2017)

About Author (191)

Md Khalid
author

[ I'm a writer on: Readme2know.blogspot.com ] & [Islamic YT Content Maker on Youtube.com/readme2know ] 

Trickbd Official Telegram

7 responses to “নতুনদের জন্য পোস্টঃ শিখে নিন মাইক্রোসফট এক্সেল এ কিভাবে যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে হয় [পর্ব ২]”

  1. Mithun Author says:

    ফিরে এলো নতুন রূপে নতুন সাজে,,,
    Bigowap. Com
    plz visit our side

    →bigowap.com

  2. md mishu Contributor says:

    assa vaia photo dslr a tula jano oi photo ta deya ame edit korte pare ata link dan plz

  3. Arif Khan Contributor says:

    সুন্দর পোস্ট

Leave a Reply

Switch To Desktop Version