কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন।
অনেক দিন পর আবার আপনাদের মাঝে হাজির হলাম ফটোশপের নতুন এক ভিডিও টিউটোরিয়াল নিয়ে।
আজকের টিউটোরিয়ালের বিষয়ঃ ন্যাচারাল ফটোমেনিউলেশন ইফেক্ট (Natural Photo Manipulation | Sun Rays Effects)
এই টিউটোরিয়ালের জন্য আমি কিছু স্টক ইমেজ ব্যবহার করেছি যা আপনারা ভিডিও ডেস্ক্রিপশনে পাবেন।
চলুন শুরুতেই জেনে নেই কি কি স্টক আমি এই টিউটোরিয়ালে ব্যবহার করেছিঃ
- একজন মডেল বা যে কারো ছবি।
- একটি ব্যাকগ্রাউন্ড ছবি।
- Sun Rays PNG pic
- হেয়ার ব্রাশ।
- এডবি ফটোশপ সি সি।
(এই সব ছবির লিংক ভিডিও ডেস্ক্রিপশনে দেও্যা আছে, চাইলে ডাউনলোড করে নিতে পারেন)
আপনারা চাইলে ফটোশপের সি এস ৬, সি সি ২০১৪, সি সি ২০১৫ বা অন্য যেকোন ভার্সনে চেস্টা করতে পারেন।
এই টিউটোরিয়ালে যা শিখতে পারবেনঃ
- কুইক সিলেকশন টুল এর ব্যবহার।
- ব্যাকগ্রাউন্ড আলাদা করা।
- ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা।
- কালার এডজাস্ট করা।
- Sun Rays ইফেক্ট দেওয়া।
- ছবি স্মুথ ক্যা।ব্যাকগ্রাউন্ড ব্লার করা।
তাহলে চলুন টিউটোরিয়াল শুরু করা যাকঃ
টিউটোরিয়ালটি ভাল লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। নতুন সব ফটোশপ টিউটোরিয়াল পেতে ট্রিকবিডির সাথেই থাকুন ।
ধন্যবাদ