Site icon Trickbd.com

শিখে নিন মাইক্রোসফট এক্সেল এ কিভাবে যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে হয় [পর্ব ৩]

আসসালামু আলাইকুম, যেকোন চাকুরী, ব্যাংক বা কোম্পানীতে ওয়ার্ড আর এক্সেল এর কাজ বেশি, ভাই বোনেরা আপনাদের জন্য নিয়ে আসলাম নতুনদের জন্য পোস্টঃ  শিখে নিন মাইক্রোসফট এক্সেল এ কিভাবে যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে হয় [পর্ব ৩]।   আজ বিয়োগ  শেখার জন্য পর্ব। এবং এটা মাইক্রোসফট এক্সেল পরিচয় পর্ব [পর্ব ২] 

আজ জানবো মাইক্রোসফট এক্সেল এ কিভাবে বিয়োগ এর কাজ করবেন।

আগের পোস্ট অনুযায়ী এম এস এক্সেল শীট ওপেন করুন। । এরকম ভাবে সংখ্যা বসান যেকোন যায়গাতে। বিয়োগের সুত্র টি বসান যা ছবিতে দেখছেন। আগে  = এর যায়গাতে আপনি @ ও দিতে পারেন, মুল নিয়ম @ দেয়া তারপর তারা নিজের মত চেঞ্জ হয় তা দেখছেন। খেয়াল করুন B এর লাইনে ও 4 এর সারিতে হওয়ায় প্রথম ভেলু B4, আর C এর ঘর ও 4 এর সারী হওয়াতে ২য় ভেলু C4 ,  মাঝে – বিয়োগ চিহ্ন বসবে।

 

এন্টার চাপলে ফলাফল দেখতে পাবেন।

আজ এপর্যন্তই



এক্সেল সব পর্বের ভিডিও টিউটোরিয়াল একত্রে পেতে ফলো করুন এই লিংক 

মনে রাখবেন, টিউটোরিয়ালে কাজ দেখানো হয়, ইনফরমেশন থাকে লেখা টিউনে। তাই উভয় ই ফলো করুন।


Exit mobile version