Site icon Trickbd.com

শিখে নিন মাইক্রোসফট এক্সেল এ কিভাবে যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে হয় [পর্ব ৫]

আসসালামু আলাইকুম, যেকোন চাকুরী, ব্যাংক বা কোম্পানীতে ওয়ার্ড আর এক্সেল এর কাজ বেশি, রেজাল্ট শীট ,বিদ্যুৎ বিল তৈরীতে এটাই ব্যবহার করা হয়।  ভাই বোনেরা আপনাদের জন্য নিয়ে আসলাম নতুনদের জন্য পোস্টঃ  শিখে নিন মাইক্রোসফট এক্সেল এ কিভাবে যোগ বিয়োগ গুণ ও ভাগ করতে হয় [পর্ব ৫]।   আজ ভাগ শেখার জন্য পর্ব। এবং এটা মাইক্রোসফট এক্সেল পরিচয় পর্ব [পর্ব ৪] 

আজ জানবো মাইক্রোসফট এক্সেল এ কিভাবে ভাগ এর কাজ করবেন।


ভাগ এর কাজ একদম সহজ সিম্পল যোগ ও বিয়োগ এর মত। সুত্র না বুঝলে আগের পোস্ট গুলো দেখুন সব বুঝতে পারবেন, ঘরের বেসিক না বুঝলে পোস্টের শুরুতে যা বলেছি তা কখনও করতে পারবেন না। এখানেও সংক্ষেপে বলছিঃ ৫০০ টাকা বি এর লাইনে ও ৪ এর সারি তে থাকায় বিয়োজ্য হয়েছে B4, ১০ টাকা সি এর লাইনে ও ৪ এর সারিতে থাকায় বিয়োজক C4 এটা এক্সেল শীটের ৬৫৫৩৬ নং ঘরে থাকলে হতো C65536 , তবু রেজাল্ট একই হতো।

ভাগ করার সময় / চিহ্ন বসবে, বসিয়ে এন্টার দিন।

এবার ফলাফল দেখুন।

সামনের পর্বে থাকবে কিভাবে হাজার হাজার যোগ, বিয়োগ গুণ ও ভাগ এক মিনিটে করা যায় । ইনশা আ আল্লাহ্‌।


আজ এপর্যন্তই।



এক্সেল সব পর্বের ভিডিও টিউটোরিয়াল একত্রে পেতে ফলো করুন এই লিংক .   সাবস্ক্রাইব করবেন, অনাইন গেম অফলাইনে খেলা সহ সহ মজার সব ট্রিক্স  আপলোড করা হবে। আল্লাহ্‌ আপনাদের ভালো রাখুন।

মনে রাখবেন, অনেক টিউটোরিয়ালে কাজ দেখানো হয়, ইনফরমেশন থাকে লেখা টিউনে। তাই উভয় ই ফলো করুন।