Site icon Trickbd.com

[কম্পিউটার] কম খরচে ১০০+ অনলাইন গেম অফলাইন এ খেলুন [Legit Game Review]

আসসালামু আলাইকুম,

পুরো লেখা পড়ুন, নয়তো বুঝবেন না,  যদিও ভিডিও তে ভালো করে গেমটি  খেলে দেখানো হয়েছে , যাহোক কথা না বাড়িয়ে আসল কথা  বলে ফেলি ঃ 

আমরা জানি অনলাইন গেম মানে ক্ষুধার্থ কুমির যা মেগাবাইট সহ মডেম সিম খেয়ে ফেলতে চায় 🙁  ……. কিন্তু এই সাইট টা সেই ভয় নেই , খুবই কম নেট কাটে ও সব গেম কানেকশন ছাড়াই সারাদিন চাইলে খেলতে পারা যায়। এইখানে কোন ভাইরাস ও নেই তাই ক্রাশের ভয় নেই। বাংলাদেশের অনেক কম্পিউটার ট্রেনিং সেন্টারে এই সাইটের সফটওয়ার দিয়ে টাইপ শেখানো হয়। 


এটা একটা অনলাইন  গেম। এক কথায় . গেম এর সাইট । সাইটে  ঢুকতে ও গেম এ ক্লিক করে স্টার্ট হতে নেট কানেকশন লাগবে কিন্তু তাতে কম কাটবে ডাটা, তারপর এট অফ করে দিয়ে খেল্বেন। চাইলে ওয়েব ব্রাউজারে ফেভারিট গেম গুলো বুকমার্ক করে রাখতে পারেন যাতে সময় পেলে এক ক্লিকে ৬-৭ টা TAb ওপেন করা যায় ও একেক্টা এর পর আরেকটা এভাবে খেলা যায়।  তাতে বারবার কানেক্ট এর ঝামেলা টা হলোনা।


 এখানে ১০০+ গেম এর ভেতর যে গেমটির কথা বলা হচ্ছে  তা খেলার জন আপনাকে এই লিংকে যেতে হবে 

অথবা কপি পেস্ট  করে দিনঃ      http://www.rapidtyping.com/online-typing-games/war-of-the-words.html

এই সাইটে অনেক গেম আছে যা বুদ্ধি খাটালে পাশেই পাবেন, আমি ভিডিও টি তে সেভাবেই দিয়েছি।  


এই গেম খেলার উপকারিতা কি? কেন খেলবেন?
———————————-
শূধু মজা নিতেই না, এটা অবশ্যই একাটা শিক্ষনীয় গেম।  টাইপ শেখা+টাইপ স্পিড+মনোযোগ বাড়তে সহায়ক, এই সাইটের সব গেমই শিখার বিষয় আছে, অক্ষর, বর্ণ, সংখ্যা এসবের জন্য আলাদা গেম, যোগ, বিয়োগ,গুন এর গেম ও আছে, তেমন একটা গেম পেতে দেখুন এই লিংক 

 অথবা কপি পেস্ট করে দিন            http://www.rapidtyping.com/online-typing-games/rapid-math.html


নিয়মঃ

১. যা লেখা দেখবেন তা টাইপ করবেন।

২. অনেক সময় টাইপের নির্দিষ্ট যায়গা থাকে তা দেখবেন।

৩. মাঝে মাঝে টাইপ করে এন্টার চাপা লাগে ,মাঝে মাঝে লাগেনা।

এবার ভিডিও দেখুন আর কাজ শুরু করে দিন।

 

thank you.

Exit mobile version