Site icon Trickbd.com

আর নয় স্টুডিও | এবার নিজেই তৈরি করুন নিজের পাসপোর্ট সাইজের ছবি | সাথে থাকছে প্রিন্ট করার পদ্দতি

কেমন আছেন সবাই?

আশা করি ভাল আছেন।

আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটি ফটোশপের ভিডিও টিউটোরিয়াল।

এই টিউটোরিয়ালে দেখাব ঃ কিভাবে নিজেই ফটোশপ ব্যাবহার করে একটি পাসপোর্ট সাইজের ছবি বানাবেন এবং প্রিন্ট করবেন।

সাথে বোনাস হিসাবে থাকছে Stamp Size Photo বানানোর নিয়ম।

আমাদের সবার প্রায় বিভিন্ন কাজের জন্য পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়। আর দরকার হলেই আমরা স্টুডিওতে চলে যাই ছবির জন্য। অনেক সময় আমাদের ছবি পছন্দ হয় আমার অনেক সময় হয়না।

কিন্তু আমরা চাইলেই নিজেরা খুব সহজেই নিজেদের Passport size Photo বানাতে পারি ফটোশপের মাধ্যমে। এতে আমাদের একটু খরচ কমবে। আর যাদের প্রিন্টার আছে তারা এই টিউটোরিয়াল দেখার পর আশা করি নিজেরাই প্রিন্ট করতে পারবেন।

তাহলে চলুন এবার টিউটোরিয়ালে যাওয়া যাকঃ

https://youtu.be/xRcdwBD11T0

টিউটোরিয়ালটি ভাল লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন।

টিউটোরিয়ালটি কেমন লাগল তা কমেন্ট করে জানাতে ভুলবেননা।

ফটোশপ এবং আফটার ইফেক্ট এর কোন টিউটোরিয়াল লাগলে আমাকে জানতে পারেন।

ফেইসবুকে আমিঃ Shehab Editz

ধন্যবাদ সবাইকে…

আবার দেখা হবে নতুন ফটোশপের টিউটোরিয়াল নিয়ে।

 

Exit mobile version