Site icon Trickbd.com

সহজেই কভার ফটো ডিজাইন করুন নিজের ফেসবুক প্রফাইল অথাবা পেজের জন্য | ফটোশপ টিউটরিয়াল

কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন।

আবারো ফিরে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে।

আজকের বিষয়ঃ কিভাবে খুব সহজেই ফটোশপে নিজের ফেসবুক প্রফাইল অথাবা পেজের জন্য কভার ছবি বানাবেন।

আজকের টিউটোরিয়ালে আমরা উপরের  মত একটি কভার ফটো ডিজাইন করব, সাথেই থাকুন।

এই টিউটোরিয়ালের জন্য আমি ফটোসপের সি সি ভার্সন ব্যাবহার করেছি। আপনারা চাইলে সি এস ৬ অথবা অন্য কোন ভার্সন দিয়ে চেস্টা করতে পারেন।

এই টিউটরিয়ালে আপরা শিখতে পারবেনঃ

সকল স্টক ফাইল ও ইমেজ ভিডিও ডিস্ক্রিপশনে দেওয়া আছে, চাইলে ডাউনলোডকরে নিতে পারেন অথাব অন্য স্টক ইমেজ ব্যাবহার করতে পারেন।

তাহলে চলুন এবার টিউটোরিয়ালে যাওয়া যাকঃ

https://youtu.be/dbchckGdVAo

টিউটোরিয়ালটি ভাল লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন।

টিউটোরিয়ালটি কেমন লাগল তা কমেন্ট করে জানাতে ভুলবেননা।

ফটোশপ এবং আফটার ইফেক্ট এর কোন টিউটোরিয়াল লাগলে আমাকে জানতে পারেন।

ফেইসবুকে আমিঃ Shehab Editz

ধন্যবাদ সবাইকে…

আবার দেখা হবে নতুন ফটোশপের টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত ভাল থাকবেন।