Site icon Trickbd.com

দেখে নিন কিভাবে ব্যানার ডিজাইন করতে হয় | আপনিও হবেন গ্রাফিক্স ডিজাইনার

কেমন আছেন সবাইল?

আশা করি ভালই আছেন।

আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ফটোশপের আরো একটি টিউটোরিয়াল।

টিউটোরিয়ালের বিষয়ঃ কিভাবে ব্যানার ডিজাইন করতে হয়…

Banner Design in Photoshop

আমাদের বিভিন্ন কাজে ব্যনারের দরকার হয়। এবং আমরা ব্যানার বানিয়ে থাকি।

যেমনঃ

তো কেমন লাগবে, যদি এই ব্যানারগুলো আমাদের নিজের তৈরি হয়?

হ্যাঁ, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে যা শেয়ার করতে যাচ্চি তা দেখলে অবশ্যই আপনারা নিজেই বিভিন কাজে র জন্য ব্যানার ডিজাইন করতে পারবেন।

ব্যানার ডিজাইন করতে আপনাদের যা লাগবেঃ

তো আর দেরি কেন চলুন এবার টিউটোরিয়াল যাইঃ

https://youtu.be/RrglpNK7Ybs

টিউটোরিয়ালটি ভাল লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন।

টিউটোরিয়ালটি কেমন লাগল তা কমেন্ট করে জানাতে ভুলবেননা।

ফটোশপ এবং আফটার ইফেক্ট এর কোন টিউটোরিয়াল লাগলে আমাকে জানতে পারেন।

ফেইসবুকে আমিঃ Shehab Editz

ধন্যবাদ সবাইকে…

আবার দেখা হবে নতুন ফটোশপের টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত ভাল থাকবেন।