কেমন আছেন সবাই?
আশা করি ভালই আছেন।
আজ আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ফটোশপ ভিডিও টিউটোরিয়াল নিয়ে।
আজকের টিউটোরিয়ালে যা থাকছেঃ
- ব্যাকগ্রাউন্ড রিমুভ করা।
- নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি করা।
- ছবির কালার পরিবর্তন করা।
- অন্য ব্যাকগ্রাউন্ডে ছবি বসানো।
- ফটো মেনিপুলেশন।
- লাইট ইফেক্ট তৈরি করা।
- নাইট ইফেক্ট দেওয়া।
এই ছবির জন্য দরকারি সব স্টক ও ব্যাকগ্রাউন ছবি ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে ডাউনলোড করে ব্যাবহার করতে পারেন।
তো আর দেরি কেন চলুন এবার টিউটোরিয়াল যাইঃ
টিউটোরিয়ালটি ভাল লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন।
টিউটোরিয়ালটি কেমন লাগল তা কমেন্ট করে জানাতে ভুলবেননা।
ফটোশপ এবং আফটার ইফেক্ট এর কোন টিউটোরিয়াল লাগলে আমাকে জানতে পারেন।
ফেইসবুকে আমিঃ Shehab Editz
ধন্যবাদ সবাইকে…
আবার দেখা হবে নতুন ফটোশপের টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত ভাল থাকবেন।