কেমন আছেন সবাই?
আশা করি ভালই আছেন।
প্রথমেই বলে রাখি যারা ভিডিও টিউটোরিয়ায়ল পছন্দ করেননা বা ফটোশপ শিখতে চাননা তারা এই টিউটোরিয়াল এর নিচে আর না দেখলেই ভাল।
আর যারা বলবেন ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে সার্চ দিলেই পাওয়া যায় তো ট্রিকবিডিতে কেন দেখব?, তাদের বলছি আপনি শিখতে চাইলে যেকোন টিউটোরিয়ায়ল দেখতে পারেন তা আপনার ইচ্ছা… আমারটা দেখার জন্য আপনাকে জোড় করছিনা।
তো এবার আসি আজকের টিউটোরিয়ালে।
আজকের টিউটোরিয়ালের বিষয়ঃ কিভাবে ফটোশপে ছবিতে দিবেন Double Exposure Effects
আমি যা ব্যাবহার করেছিঃ
- ফটোশপ সি সি ভার্সন
- একটি ন্যাচার ছবি
- একটি পশুর ছবি
(সবগুলো ডাউনলোড লিংক ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া আছে, চাইলে ডাউনলোড করে প্রাক্টিস করতে পারেন অথবা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য ছবি ব্যাবহার করতে পারেন)
এখানে আমি ২ টি ছবি একসাথে করে নতুন এক ছবি ইফেক্ট তৈরি করেছি।
কিভাবে তোইরি করেছি তা বিস্তারিত নিচের ভিডিও টিউটোরিয়ালে দেওয়া আছে। আপনি যদি ফটোশপ শিখতে চান তাহলে নিচের ভিডিওটি আপনার জন্য
এখান থেকে দেখা শুরু করুনঃ
টিউটোরিয়ালটি ভাল লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন।
টিউটোরিয়ালটি কেমন লাগল তা কমেন্ট করে জানাতে ভুলবেননা।
ফটোশপ এবং আফটার ইফেক্ট এর কোন টিউটোরিয়াল লাগলে আমাকে জানতে পারেন।
ফেইসবুকে আমিঃ Shehab Editz
ধন্যবাদ সবাইকে…
আবার দেখা হবে নতুন ফটোশপের টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত ভাল থাকবেন।