Site icon Trickbd.com

ফটোশপে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন এবং কালার মিক্স করুন | ফটোশপ টিউটোরিয়াল

কেমন আছেন সবাই?

আশা করি ভালই আছেন।

আজকে আবারো আপনাদের জন্য নিয়ে আসলাম ফটোশপে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার নতুন এক ভিডিও টিউটোরিয়াল।

শুরুতেই বলে রাখিঃ অনেকে আমাকে মেসেক দিয়ে জানতে চেয়েছেন আমি কি সফটওয়্যার ব্যাবহার করি। 

                                      আমি সব সময় বলি যে আমি ফটোশপ ব্যাবহার করছি। আর আমার ফটোশোপের ভার্সন হলঃ Adobe                                             Photoshop 2015.5 V17.0.1 

City – Photo Manipulation Tutorial 2017 On The Roof

আজকের টিউটোরিয়ালে আমরা উপরের ছবির মত একটি ছবি ফটোশপে ইডিট করব। সাথেই থাকুন…

এই ছবিটির জন্য আমি কিছু স্টক ফাইল/ছবি ব্যাবহার করেছি যা ভিডিও ডিস্ক্রিপশনে দেওয়া আছে। আপনার প্রাক্টিস করা জন্য ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনাদের পছন্দমত অন্য যেকোন ছবি ব্যাবহার করতে পারেন।

যা শিখতে পারবেনঃ

তাহলে চলুন এবার টিউটোরিয়াল শুরু করিঃ

https://youtu.be/7EKzRUXgRXU

টিউটোরিয়ালটি ভাল লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন।

টিউটোরিয়ালটি কেমন লাগল তা কমেন্ট করে জানাতে ভুলবেননা।

ফটোশপ এবং আফটার ইফেক্ট এর কোন টিউটোরিয়াল লাগলে আমাকে জানতে পারেন।

ফেইসবুকে আমিঃ Shehab Editz

ধন্যবাদ সবাইকে…

আবার দেখা হবে নতুন ফটোশপের টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত ভাল থাকবেন।