Site icon Trickbd.com

Photoshop Skin Retouching: খুব সহজেই আপনার ছবি থেকে দাগ দূর করুন

কেমন আছেন সবাই?

আশা করি ভালই আছেন। অনেক দিন পর আবারো আপনাদের মাঝে ফিরে আসলাম।

আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ফটোশপের দারুন একটি টিউটোরিয়াল।


আজকের বিষয়ঃ ছবি থেকে মুখের দাগ দূর করার উপায় এবং কিভাবে মুখ স্মুথ করবেন?

Photoshop Skin Retouching Tutorial by Shehab Editz


আমরা অনেক সময় ছবি তোলার পর সব কিছু ভাল হওয়া সত্ত্বেও ছবিতে মুখ ক্লিয়ার হয়না বা অনেক দাগ থাকে বিষেশ করে যাদের মুখে ব্রুন আছে।

আজকের টিউটোরিয়ালে দেখাব কিভাবে ছবিতে আপনার মুখের দাগ দূর করবেন এবং সুন্দর ক্লিয়ার একটি ছবি পাবেন।

এই টিউটোরিয়ালে আমিঃ

ব্যাবহার করেছি…  skin brush টি আপনাদের ডাউনলোড করে ফটোশপে এড করে নিতে হবে। ডাউনলোড লিংক ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া আছে।


এবার আপনার ছবি থেকে দাগ দূর করতে নিচের ভিডিওটা দেখে শিখে নিনঃ

https://youtu.be/0x0CbyOuMi0

টিউটোরিয়ালটি ভাল লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন।

টিউটোরিয়ালটি কেমন লাগল তা কমেন্ট করে জানাতে ভুলবেননা।

ফটোশপ এবং আফটার ইফেক্ট এর কোন টিউটোরিয়াল লাগলে আমাকে জানতে পারেন।

ফেইসবুকে আমিঃ Shehab Editz

ধন্যবাদ সবাইকে…

আবার দেখা হবে নতুন ফটোশপের টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত ভাল থাকবেন।