Site icon Trickbd.com

Logo Design Tutorial: এবার লোগো ডিজাইন করা শিখুন Adobe Illustrator দিয়ে

কেমন আছেন সবাই?

আশা করি ভালই আছেন। আজকে আপনাদের দেখাব কিভাবে বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করা হয়।

লোগো ডিজাইনের জন্য আমি যে সফটওয়্যার ব্যাবহার করি তার নাম হলঃ Adobe Illustrator CC 

আপনাদের যদি দরকার হয় তাহলে নিচ থেকে ডাউনলোড করে নিতে পারেন

Download This Patch File To Make it Full Version

আজ আমি আপনাদের যে লোগো ডিজাইন করা দেখাব তা হল Marvel Studio এর লোগো।

জন্য প্রিয় মুভি Spider Man, Super Man, Iron Man এগুলো MARVEL STUDIO এর মুভি…

তাহলে আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের উপরের মত একটি TEXT LOGO ডিজাইন করে দেখাব।

এই টিউটোরিয়াল দেখার পর আপনি আপনার ওয়েব সাইটের জন্য সুন্দর লোগো ডিজাইন করতে পারবেন বলে আশা করছি।

তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। আর হ্যা যাদের সফটওয়্যার টা নেই তারা উপর থেকে ডাউনলোড করে নিন।

https://youtu.be/ILMDxfW0Ids

টিউটোরিয়ালটি ভাল লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন।

টিউটোরিয়ালটি কেমন লাগল তা কমেন্ট করে জানাতে ভুলবেননা।

ফটোশপ এবং আফটার ইফেক্ট এবং ইলাস্ট্রেটর এর কোন টিউটোরিয়াল লাগলে আমাকে জানতে পারেন।

ফেইসবুকে আমিঃ Shehab Editz

ধন্যবাদ সবাইকে…

আবার দেখা হবে নতুন ফটোশপের টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত ভাল থাকবেন।

Exit mobile version