কেমন আছেন সবাই?
আশা করি ভালই আছেন।
আজকে আপনাদের দেখাব কিভাবে Jaaz Multimedia এর মত লোগো ডিজাইন করবেন Adobe Illustrator দিয়ে…
আমি এই লোগোটি Adobe Illustrator দিয়ে তৈরি করেছি। আপনাদের কাছে যদি সফট্যার টি না থাকে তাহলে আমার আগের টিউটোরিয়াল থেকে ডাউনলোড করে নিতে পারেন।
আগের পোস্ট এর লিংকঃ https://trickbd.com/window-pc/299541
এই টিউটোরিয়াল দেখার পর আপনি যা পারবেনঃ
- লোগো ডিজাইন করা।
- ওয়েব সাইটের জন্য লোগো ডিজাইন করা।
- বিভিন্ন পন্যের লোগো ডিজাইন করা।
আর কথা না বাড়িয়ে চলুন সরা সরি আজকের টিউটোরিয়ালে যাইঃ
টিউটোরিয়ালটি ভাল লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন।
টিউটোরিয়ালটি কেমন লাগল তা কমেন্ট করে জানাতে ভুলবেননা।
ফটোশপ এবং আফটার ইফেক্ট এবং ইলাস্ট্রেটর এর কোন টিউটোরিয়াল লাগলে আমাকে জানতে পারেন।
ফেইসবুকে আমিঃ Shehab Editz
ধন্যবাদ সবাইকে…
আবার দেখা হবে নতুন ফটোশপের টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত ভাল থাকবেন।