Site icon Trickbd.com

পিসির জন্য নিয়ে নিন Advanced SystemCare Pro 18 একদম ফ্রি তে! [With Genuine License Key 2025]

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

অনেকদিন পর ট্রিকবিডিতে লিখতে বসলাম। আসলে অনেক পড়াশোনার চাপের কারণে লিখতে বসা হয় না। আজকে আমি এসেছি আপনাদের জন্য পিসিতে ব্যবহারযোগ্য একটি সিস্টেম কেয়ার সফটওয়্যার এর লেটেস্ট ভার্শন এর প্রিমিয়াম নিয়ে, তাও ফ্রি তে।

Iobit এর Advanced SystemCare Pro অনেক আগে থেকেই জনপ্রিয় একটি সফটওয়্যার। এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজার দের জন্য ডিজাইন করা হয়েছে, যা পিসির পারফরম্যান্স বাড়ায়, সিস্টেমের ইরর গুলো মেরামত করে এবং ডেটা সুরক্ষা উন্নত করার জন্য বিভিন্ন ফিচার সরবরাহ করে থাকে। আপনারা মোটামুটি কমবেশি সবাই জানেন এই সফটওয়্যার সম্বন্ধে। যাদের লো কনফিগারেশন এর পিসি, কাজ করার সময় অনেক জাংক ফাইল জমা পড়ে আর পিসি স্লো হয়ে যায়, তাদের পিসি ফাস্ট করার জন্য এই সফটওয়্যার টি খুবই কাজের।

 

চলুন একনজরে এর ফিচার গুলো জেনে নেয়া যাকঃ

Advanced SystemCare Pro  জাঙ্ক ফাইল, Cache এবং অপ্রয়োজনীয় সিস্টেম ফাইলগুলো দ্রুত স্ক্যান করে মুছে ফেলতে সক্ষম। এর ফলে আপনার পিসির স্টোরেজ খালি হবে আর সিস্টেমের স্পীড উল্লেখযোগ্যভাবে বাড়ে।

ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে এটি উন্নত ফিচার দিয়ে থাকে। ব্রাউজার হিস্টোরি এবং ট্র্যাকিং ডেটা মুছে ফেলার মাধ্যমে আপনার গোপন তথ্য সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত রাখে এই সফটওয়্যারটি।

এই ফিচারটি আপনার পিসির ব্যাকগ্রাউন্ডে কাজ করে থাকে আর সিস্টেম রিসোর্সের সর্বোত্তম ব্যবহারযোগ্যতা নিশ্চিত করে। গেমিং করার সময় বা হেভি সফটওয়্যার চালানোর সময় এটি পিসির পারফরম্যান্সকে স্ট্যাবল রাখে।

অপ্রয়োজনীয় বা ত্রুটিপূর্ণ রেজিস্ট্রি এন্ট্রিগুলো ঠিক করে, যা সিস্টেম ক্র্যাশ বা ধীরগতি রোধে সহায়তা করে। এটা পিসির স্ট্যাবলিটি বাড়ায়।

ইন্টারনেটের স্পীড বাড়ানোর জন্য এটি নেটওয়ার্ক সেটিংস অপ্টিমাইজ করে। ব্রাউজিং, ডাউনলোড, এবং স্ট্রিমিংয়ের সময় এটি ইন্টারনেটের পারফরম্যান্স আরো বাড়ায়।

সফটওয়্যারটি অটোমেটিক আপডেট হয় এবং নির্ধারিত সময়ে সিস্টেম স্ক্যান ও পরিষ্কার করে। এটি পিসি রক্ষণাবেক্ষণকে সহজ এবং কার্যকর করে তোলে।

আপনার সিস্টেমে থাকা পুরনো সফটওয়্যারগুলো স্বয়ংক্রিয়ভাবে ডিটেক্ট করে আর সর্বশেষ ভার্শনে আপডেট করে দেয়।

সিক্রেট বা ইম্পরট্যান্ট ফাইল সম্পূর্ণরূপে ডিলিট করার জন্য এটি একটি নিরাপদ পদ্ধতি ব্যবহার করে, যাতে ফাইলগুলো রিকভারি করা সম্ভব না হয়।

পিসিতে চলমান অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন বন্ধ করে সিস্টেমের রেসপন্স টাইম বাড়ায় এবং দ্রুত কাজ করতে সহায়তা করে।

উন্নত সেইফটি ইঞ্জিন ব্যবহার করে এটি ভাইরাস, ম্যালওয়্যার, এবং স্পাইওয়্যার ডিটেক্ট করে ব্লক করে। এভাবে সিস্টেম সিকিউরড থাকে।

এই ফিচারটি স্টার্টআপ প্রোগ্রামগুলো কন্ট্রোল করে। এতে করে সিস্টেম দ্রুত চালু হয় এবং অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন স্টার্টআপ সময়ে অতিরিক্ত লোড হয় না।

 

এবার চলুন Advanced SystemCare Pro 18 তে নতুন কি কি ফিচার এড করা হয়েছে তা জেনে নিই।

আপডেটের মূল দিকঃ

এবার ডাউনলোড করার পালা।

সবার প্রথমে নিচের লিংক থেকে অফিশিয়াল ওয়েবসাইট এর সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। আমরা কোনো ক্র্যাক ব্যবহার করবো না।

Download Link Here

 

ডাউনলোড শেষ হয়ে গেলে ইনস্টল করে নিন। Pro ব্যবহার করার জন্য জেনুইন কিছু কি দিচ্ছি।

Key 1: 74EC5-C2171-04E6D-122GN
Expiry Date: Dec 12, 2025
Key 2: 4B74F-061B6-9050F-F23GN
Expiry Date: Jun 03, 2025
Key 3: C882C-E36C3-C71ED-2A8G4
Expiry Date: May 23, 2025
Key 5: 38917-9B756-57185-847G4
Expiry Date: May 1, 2025
যেকোনো একটা কপি করে নিন। এরপর সফটওয়্যার এ প্রবেশ করুন।
স্ক্রিনশটে দেখানো জায়গায় ক্লিক করুন। এরপরঃ
যেকোনো একটি সিরিয়াল কি কপি করে নিয়ে পেস্ট করে নিয়ে Register Now তে ক্লিক করুন।
দেখুন সফটওয়্যার টি প্রিমিয়াম হয়ে গিয়েছে।
এভাবেই আপনার সফটওয়্যার ফ্রি ভার্শন থেকে প্রো হয়ে যাবে। একটা key কাজ না করলে অন্য key ট্রাই করুন।

আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।