Site icon Trickbd.com

কিভাবে আপনি আপনার কম্পিউটারটি Windows 7 থেকে Mac পিসিতে রুপ দিবেন?

আসসামুয়ালাইকুম !! আশা করি সবাই ভালো আছেন! অনেক দিন পর ট্রিকবিডির পরিবারে ফেরে আশা ! আসলে কাজের চাপে আশা হয় না। আজ সেই পেক্ষাপটে তেমন বড় কোন টিউন নিয়ে হাজির হয়নি। আমি বরাবরের মত বিশ্বাস করি পুরনো #ট্রিকবিডির গুলো আবার নতুন ভাবে তুরে ধরলে নতুন প্রজন্মের টেক ভাই ভালা কিছু শিখতে পারবেন। বেশি কথা না বলে আমি শুরু করলাম আমার আজকের টিউন! আশা করি সবার উপকারে আসবে …

How to Change Your Windows 7 Computer To OS Mac 2016 by Habibur Rahman

অনেক হয়তো জানেন  যে  কিভাবে আপনি আপনার কম্পিউটারটি Windows 7 থেকে #Mac পিসিতে পরিনত করবেন?  আবার অনেকে জানেন না ! যারা জানেন না তাদের জন্য আমার আজকের এই টিউন! আমাদের অনেকের সাধ আছে একটি #Mac পিসি ব্যবহার করার কিন্তু সাধ থাকলেও এখনো সেই সাধ্য হয়নি ! তাই কিভাবে আপনার #Windows_7 পিসিকে আপনি #Mac নিয়ে পরিনত করতে পারবেন সেই নিয়ে আমার আজকের এই ভিডিও..

ভিডিও লিংকঃ এখানে

ভিডিওটি শেয়ার করার জন্য সবার কাছে অনুরুধ করা যাচ্ছে ! ইনশাল্লাহ্ আগামী দিন গুলোতে আরো ভালো কিছু নিয়ে আসবো !
সর্বশেষ বলতে চাই আপনার খারাপ টিউমেন্ট এর জন্য একজন টিউনার টিউন বন্দ করে দিবে ! তাতে আপনার কিছুই হবে কিন্তু আর দশজন সাধারণ মানুষ নতুন কিছু শিখতে পারবে না ! আপনিও একদিন নতুন ছিলেন …
#Old_is_Gold

 

 

সবশেষে .. আমার লিখা ও উত্তর কোন ভুল থাকলে ধরিয়ে দিবেন । আমিও ভুল করবো এটাই স্বাভাবিক । তাই কোন প্রকার বাঝে মন্তব্য না করে সুন্দর ভাবে বুঝিয়ে দিন ।

আমার Channel Subscribe করতে এখানে ক্লিক করুনঃ Islam & Tech

ফেসবুকে আমি ঃ Habibur Rahman

Exit mobile version