Site icon Trickbd.com

[Begineers Guide] Windows 10 Basic Tricks & Tips: Part-1

আসসালামু  আলাইকুম। সবাইকে ঈদ মোবারক আশা করি সবাই ভাল আছেন।

আজকে আমি Windows 10 (Windows 11 এও কাজ করবে) বেসিক ট্রিকস এবং টিপস নিয়ে ব্লগ সিরিজ লেখার চেষ্টা করব। যারা অনেকদিন ধরে উইন্ডোজ টেন ব্যবহার করেন অথবা যারা উইন্ডোজ টেনের সকল সেটিংস সম্পর্কে অবগত আছেন তারা এই ব্লগ টি স্কিপ করতে পারেন। এটা শুধুমাত্র যারা নতুন ইউজার অথবা Windows 10 সম্পর্কে অত বেশি অবগত নয় তাদের জন্য।

আর এ ব্লগটি কি আমি কত পর্ব লিখব সেটা নির্ভর করবে আপনারা কতটা আগ্রহী তার ওপর, সুতরাং যারা এই ব্লগ থেকে নতুন কিছু শিখতে পারবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি প্রতিদিন একটি করে পার্ট লেখার চেষ্টা করব।

তাহলে শুরু করা যাক,

 

Windows Run এর ব্যবহার

সাধারণত Windows Key চেপে ধরে R প্রেস করলেই Windows Run Dialog box চলে আসে।


আর এই Windows Run এর মাধ্যমে খুব সহজেই Windows এর বিভিন্ন প্রোগ্রাম খব সহজেই রান করতে পারবেন।


 

Windows Run এর ২০টি শর্টকাট কমান্ড

নিচে Windows Run এর ২০টি শর্টকাট কমান্ড দেয়া হলো, Windows Key+R প্রেস করে ডায়ালগ বক্স অপেন হলে লাল রংয়ের লেখাটি টাইপ করুন, আপনার কাঙিকত সার্ভিসটি অপেন হয়ে যাবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

সম্পূর্ণ ব্লগটি পড়ার জন্যে ধন্যবাদ
যে কোনো মতামত জানান কমেন্টের মাধ্যমে

এরকম বেসিক ব্লগ আরো পড়তে চাইলে কমেন্ট করে জানান

If you have any question, ,
knock me

📒 Facebook

📬 Telegram

📫 Telegram Channel

Exit mobile version